TRENDING:

পদকের ঝুলিতে এল আরও পদক , সোনা নিয়ে পদক তালিকার ৭ -এ ভারত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাকার্তা : বুধবার ভারতের পদকতালিকায় ৪ টি আরও ব্রোঞ্জ পদক যুক্ত হল ৷ যা নিয়ে তালিকার ৭ নম্বরে ভারত ৷ মোট পদকের সংখ্যা ১৫ টি ৷
advertisement

এদিন ভারত যে চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে তার সবকটিই হুশুতে ৷ এটি একটি বিশেষ ধরণের মার্শাল আর্ট ৷ রোশিবিনা দেবী সান্দায় ৬০ কেজি বিভাগে, সন্তোষ কুমার ৫৬ কেজিতে, সূর্যভানুপ্রতাপ সিং ৬০ কেজিতে এবং নরেন্দর গেরওয়াল ৬৫ কেজিতে ব্রোঞ্জ পান ৷

এদিকে এর আ এশিয়ান গেমসে ফের সোনা ৷ এবার এল শুটিংয়ে ৷ ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পোডিয়াম ফিনিশ করলেন রাহি সরনোবত ৷

advertisement

আরও পড়ুন - Kerala Flood : ট্রেন্টব্রিজের জয় কেরল বন্যাদুর্গতদের উৎসর্গ করলেন কোহলি

ভারতের ঝোলায় এল ৪ নম্বর সোনার পদক ৷ মানু বাখের হলেন ষষ্ঠ ৷ এর আগে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন সৌরভ চৌধুরী এবার মহিলাদের বিভাগেও এল সোনা ৷ আর সেই পথে নিয়ে গেলেন রাহি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পদকের ঝুলিতে এল আরও পদক , সোনা নিয়ে পদক তালিকার ৭ -এ ভারত