ভারতের বিরুদ্ধে ভাল শুরু করেও কীভাবে হেরে গেলেন তা বুঝেই উঠতে পারছেন না বাবর আজম। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সেই কথাই বলেন পাকিস্তান অধিনায়ক। ম্যাচ হারের প্রসঙ্গে বাবর বলেন,”ভারতের বিরুদ্ধে আমাদের শুরুটা খারাপ হয়নি। মাঝে ইমাম ও রিজওয়ানের সঙ্গে ভাল পার্টনারশিপও গড়ে উঠছিল। কিন্তু হঠাৎ করেই ইনিংসে ধস নামল। আমরা বড় রান করতে পারলাম না। কী ভাবে হেরে গেলাম সেটাই বুঝতে পারছি না।”
advertisement
এছাড়া ১৯১ রান নিয়ে লড়াই করার পরিকল্পনা করলেও রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করেছেন তারও প্রশংসা করেছেন বাবর আজম। প্রথম ১০ ওভারেই রোহিত আমাদের হাত থেকে ম্যাচ বার করে নিয়ে চলে গিয়েছে। এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর কথাও শোনা গিয়েছে পাকিস্তান অধিনায়কের গলায়।
আরও পড়ুনঃ ICC World Cup 2023: রোহিতদের জয়ের মাঝেই এল খারাপ খবর! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এক অধিনায়ক
প্রসঙ্গত, ম্যাচে টসে দিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রান করে আউট হয়ে যায় পাকিস্তান। ভারতের ৫ বোলার ২টি করে উইকেট পায়। জবাবে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া ৫৩ রান করেন শ্রেয়স আইয়ার।