TRENDING:

ICC World Cup 2023 India vs Pakistan: হারের ধাক্কায় এ কী বললেন বাবর আজম! পাক অধিনায়কের মন্তব্যে অবাক সকলে

Last Updated:

ODI World Cup 2023 India vs Pakistan Babar Azam does not understand how they lost in IND vs PAK clash ICC World Cup 2023: আহমেদাবাদে বাবর আজম-শাহিন আফ্রিদিদের একতরফা ম্যাচে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মা-জসপ্রীত বুমরাহরা। টিম ইন্ডিয়ার সামনে খুঁজেই পাওয়া যায়নি পাকিস্তানকে। ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর যে মন্তব্য করলেন বাবর আজম তা শুনে অবাক সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের স্বপ্ন এবারও স্বপ্নই থেকে গিয়েছে পাকিস্তানের। আহমেদাবাদে বাবর আজম-শাহিন আফ্রিদিদের একতরফা ম্যাচে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মা-জসপ্রীত বুমরাহরা। টিম ইন্ডিয়ার সামনে খুঁজেই পাওয়া যায়নি পাকিস্তানকে। ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর যে মন্তব্য করলেন বাবর আজম তা শুনে অবাক সকলেই।
বাবর আজম
বাবর আজম
advertisement

ভারতের বিরুদ্ধে ভাল শুরু করেও কীভাবে হেরে গেলেন তা বুঝেই উঠতে পারছেন না বাবর আজম। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সেই কথাই বলেন পাকিস্তান অধিনায়ক। ম্যাচ হারের প্রসঙ্গে বাবর বলেন,”ভারতের বিরুদ্ধে আমাদের শুরুটা খারাপ হয়নি। মাঝে ইমাম ও রিজওয়ানের সঙ্গে ভাল পার্টনারশিপও গড়ে উঠছিল। কিন্তু হঠাৎ করেই ইনিংসে ধস নামল। আমরা বড় রান করতে পারলাম না। কী ভাবে হেরে গেলাম সেটাই বুঝতে পারছি না।”

advertisement

এছাড়া ১৯১ রান নিয়ে লড়াই করার পরিকল্পনা করলেও রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করেছেন তারও প্রশংসা করেছেন বাবর আজম। প্রথম ১০ ওভারেই রোহিত আমাদের হাত থেকে ম্যাচ বার করে নিয়ে চলে গিয়েছে। এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর কথাও শোনা গিয়েছে পাকিস্তান অধিনায়কের গলায়।

আরও পড়ুনঃ ICC World Cup 2023: রোহিতদের জয়ের মাঝেই এল খারাপ খবর! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এক অধিনায়ক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ম্যাচে টসে দিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রান করে আউট হয়ে যায় পাকিস্তান। ভারতের ৫ বোলার ২টি করে উইকেট পায়। জবাবে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া ৫৩ রান করেন শ্রেয়স আইয়ার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023 India vs Pakistan: হারের ধাক্কায় এ কী বললেন বাবর আজম! পাক অধিনায়কের মন্তব্যে অবাক সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল