তবে শুভমান গিলের আগে আরও ৫ জন ভারতীয় ব্যাটারেরএই রেকর্ড রয়েছে। কয়েক জনের লাগাতার কয়েক বছর টানা ৫টি বা তার বেশি শতরান করেছেন। ভারতীয়দের মধ্যে সর্বাধিকবার এক বছরে ওয়ান ডেতে পাঁচ বা তার বেশিবার শতরানের গণ্ডি পার করেছেন বিরাট কোহলি। ২০১২ সালে পাঁচটি, ২০১৭ সালে ছয়টি, ২০১৮ সালে পাঁচটি এবং ২০১৯ সালে পাঁচটি শতরান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
আর এক বছরে সবথেকে বেশি শতরান করার রেকর্ড ভারতীয়দের মধ্যে রয়েছে সচিন তেন্ডুলকরের। ১৯৯৮ সালে ৯টি শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার। এছাড়া ১৯৯৬ সালে ৬টি শতরান করেছিলেন সচিন। তালিকায় রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। ২০০০ সালে ৭টি শতরান করেছিলেন তিনি। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ও রয়েছে এই তালিকায়। ১৯৯৯ সালে মোট ৬টি শতরান করেছিলেন রাহুল।
এছাড়া বর্তমানে ভারতীয় দলর অধিনায়ক রোহিত শর্মারাও এক বছরে ওডিআই ক্রিকেটে ৫ বা তার বেশি শতরান করার নজির রয়েছে। ২০১৭ সালে ছয়টি, ২০১৮ সালে পাঁচটি ও ২০১৯ সালে সাতটি শতরান করেছেন হিটম্যান। তবে এই বছর ওডিআই বিশ্বকাপ সহ আরও একাধিক ৫০ ওভােরর সিরিজ রয়েছে। ফলে সংখ্যাটা ৫-এর বেশি করারা সুযোগ রয়েছে শুভমান গিলের সামনে।