তাঁর এই সাফল্যে এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ ছড়িয়ে পড়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই শুটিংয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল সোহিনীর। দীর্ঘদিন ধরে নিয়মিত প্রশিক্ষণ, কঠোর অনুশীলন ও শৃঙ্খলার জোরে নিজেকে দক্ষ শুটার হিসেবে গড়ে তুলেছেন তিনি।
রাজ্যস্তরের নির্বাচনে তাঁর ধারাবাহিক সফল পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে এবার রাইফেল গেমসের জন্য রাজ্য দলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। স্থানীয়দের মতে, সোহিনীর এই সাফল্য কাঁচরাপাড়া এলাকার জন্য বিশেষ গৌরবের।
advertisement
মেয়ে হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় নামা সোহিনী সমাজের অন্যান্য মেয়েদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে উঠবে বলেও মত তাদের। রাজ্য ক্রীড়া দফতরের তরফে আশা করা হচ্ছে, জাতীয় মঞ্চেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখবেন সোহিনী কুন্ডু এবং পশ্চিমবঙ্গের মুখ আরও উজ্জ্বল করবেন।
আরও পড়ুন- বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল ভারতের নাম, বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক রেলকর্মীর
মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার সহ প্রতিবেশীরাও। প্রতিবেশীরা জানান ওর এই সাফল্যে আমরাও গর্বিত। কাঁচরাপাড়ার পাশাপাশি জেলা ও রাজ্যের নামও উজ্জ্বল করবে সোহিনী।






