Bodybuilding : বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল ভারতের নাম, বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক বাংলার এক রেলকর্মীর
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Bodybuilding : জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নীতিন চান্ডিলার ধারাবাহিক সাফল্যে আদ্রা ডিভিশনের রেলের সকল আধিকারিক ও কর্মীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আদ্রা ডিভিশনের রেলের কর্মচারী নীতিন চান্ডিলা বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতে আবারও একবার দেশের নাম উজ্জ্বল করলেন। ইন্দোনেশিয়ায় গত ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ১৬তম 'বিশ্ব বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ' -এ ১০০ কেজি বিভাগে তিনি দ্বিতীয় স্থান অর্জন করে রুপোর পদক জিতেন। (তথ্য: শান্তনু দাস, ছবি: সংগৃহীত)
advertisement
আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা বলেন, “নীতিন চান্ডিলার এই সাফল্য আমাদের কাছে অত্যন্ত গর্বের। তিনি আদ্রা ডিভিশনে কমার্শিয়াল ক্লার্ক ও টিকিট ক্লার্ক হিসেবে কর্মরত। এর আগেও তিনি জাতীয় স্তরে একাধিক প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জিতে কৃতিত্ব অর্জন করেছেন।” (তথ্য: শান্তনু দাস, ছবি: সংগৃহীত)
advertisement
advertisement
advertisement
advertisement
