নেইমার, মেসিদের কাছে ফুটবল ব্যাপারটা খুব সহজ। একেবারে রোজনামচার মতো। খাওয়া, ঘুমনোর মতো ফুটবল নিয়ন্ত্রণ ব্যাপারটাও সহজ করে দেখাতে পারেন তাঁরা! আর এবার সেটাই আরও একবার প্রমাণ করলেন ব্রাজিলের তারকা।
আরও পড়ুন- উফ, কি হট ! ইংলিশ ফুটবলারদের বান্ধবীদের দেখলে চমকে যাবেন, পুরো আগুন
৩৫ মিটার (প্রায় ১১৫ ফিট) উঁচু থেকে পড়া বল তিনি যেভাবে নিমেষে নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, তাতে নেইমারকে তাঁর সমালোচকরাও এক কথায় সেরা বলে মেনে নিতে বাধ্য হবেন।
advertisement
বিশ্বকাপের আগে প্রতিটি দলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। সেখানে তাঁর সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল হেসুস, পেদ্রো, রদ্রিগো, অ্যান্টোনি, মার্টিনেলিরা। তবে সবার মাঝে নেইমার যেন নিজেকে আলাদা করে প্রমাণ করছেন।
ব্রাজিলের আক্রমণভাগের সঙ্গে মিডফিল্ড আর ডিফেন্সের কম্বিনেশন এবার দুরন্ত। অনুশীলনে ব্রাজিলের এই তারকারা নিজেদের 'ফার্স্ট টাচ' সামর্থ্য পরখ করছিলেন। নেইমার এই ট্রেনিংকেও যেন নিয়ে গেলেন অন্য লেভেলে।
অনুশীলনের এক পর্যায়ে ড্রোনের সাহায্যে ৩৫ মিটার বা প্রায় ১১৫ ফিট উঁচু থেকে নিচে বল ফেলা হয়। নেইমার সেই বল রিসিভ করতে পারেন কিনা, পারলেও কতটা সহজে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর ভক্তরা। হতাশ করলেন না নেইমার।
আরও পড়ুন- ফুটবল বিশ্বকাপে পাগল করা প্রাইজমানি! ক্রিকেট, অলিম্পিক সব কিন্তু শিশু
ব্রাজিলিয়ান তারকা খুব সহজেই বলটা এক টাচে নিঁখুতভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেন। যেন অথ উঁচু থেকে পড়া বল নিয়ন্ত্রণে নেওয়া তাঁর পক্ষে কোনও ব্যাপারই নয়। নেইমারের এমন স্কিল দেখে বিস্ময় আর মুগ্ধতায় উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেন তাঁর সতীর্থরা।
কাতার বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান সুপারস্টারের এমন স্কিল মুগ্ধ করেছে সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সেই অসাধারণ স্কিল-এর ভিডিও ছড়িয়ে পড়েছে।