TRENDING:

১১৫ ফিট উঁচু থেকে পড়ল ফুটবল! নেইমারের স্কিল দেখে হা হয়ে যাবেন, রইল ভিডিও

Last Updated:

Neymar Skills: নেইমারের স্কিল দেখে হা হয়ে যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: গত এক দশকের বেশি সময় ধরে মেসি, রোনাল্ডোর সঙ্গে তাঁর নামও উচ্চারিত হয়। অনেকেই বলেন, তিনি এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। নেইমার তাঁর পায়ের কাড়িকুড়ি দেখিয়েছেন বহুবার, বহু মঞ্চে।  তাঁর পায়ের জাদুতে ভরসা রেখেই ব্রাজিল সমর্থকরা কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন।
advertisement

নেইমার, মেসিদের কাছে ফুটবল ব্যাপারটা খুব সহজ। একেবারে রোজনামচার মতো। খাওয়া, ঘুমনোর মতো ফুটবল নিয়ন্ত্রণ ব্যাপারটাও সহজ করে দেখাতে পারেন তাঁরা! আর এবার সেটাই আরও একবার প্রমাণ করলেন ব্রাজিলের তারকা।

আরও পড়ুন- উফ, কি হট ! ইংলিশ ফুটবলারদের বান্ধবীদের দেখলে চমকে যাবেন, পুরো আগুন

৩৫ মিটার (প্রায় ১১৫ ফিট) উঁচু থেকে পড়া বল তিনি যেভাবে নিমেষে নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, তাতে নেইমারকে তাঁর সমালোচকরাও এক কথায় সেরা বলে মেনে নিতে বাধ্য হবেন।

advertisement

বিশ্বকাপের আগে প্রতিটি দলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। সেখানে তাঁর সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল হেসুস, পেদ্রো, রদ্রিগো, অ্যান্টোনি, মার্টিনেলিরা। তবে সবার মাঝে নেইমার যেন নিজেকে আলাদা করে প্রমাণ করছেন।

ব্রাজিলের আক্রমণভাগের সঙ্গে মিডফিল্ড আর ডিফেন্সের কম্বিনেশন এবার দুরন্ত। অনুশীলনে ব্রাজিলের এই তারকারা নিজেদের 'ফার্স্ট টাচ' সামর্থ্য পরখ করছিলেন। নেইমার এই ট্রেনিংকেও যেন নিয়ে গেলেন অন্য লেভেলে।

advertisement

অনুশীলনের এক পর্যায়ে ড্রোনের সাহায্যে ৩৫ মিটার বা প্রায় ১১৫ ফিট উঁচু থেকে নিচে বল ফেলা হয়। নেইমার সেই বল রিসিভ করতে পারেন কিনা, পারলেও কতটা সহজে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর ভক্তরা। হতাশ করলেন না নেইমার।

আরও পড়ুন- ফুটবল বিশ্বকাপে পাগল করা প্রাইজমানি! ক্রিকেট, অলিম্পিক সব কিন্তু শিশু

advertisement

ব্রাজিলিয়ান তারকা খুব সহজেই বলটা এক টাচে নিঁখুতভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেন। যেন অথ উঁচু থেকে পড়া বল নিয়ন্ত্রণে নেওয়া তাঁর পক্ষে কোনও ব্যাপারই নয়। নেইমারের এমন স্কিল দেখে বিস্ময় আর মুগ্ধতায় উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেন তাঁর সতীর্থরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩০০ বছরের জাগ্রত কালীপুজো, সিদ্ধিকালী গ্রামের মা সিদ্ধেশ্বরী সবাইকে আগলে রাখেন, বিপদে ঢাল
আরও দেখুন

কাতার বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান সুপারস্টারের এমন স্কিল মুগ্ধ করেছে সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সেই অসাধারণ স্কিল-এর ভিডিও ছড়িয়ে পড়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/
১১৫ ফিট উঁচু থেকে পড়ল ফুটবল! নেইমারের স্কিল দেখে হা হয়ে যাবেন, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল