TRENDING:

CAB and BCCI: সৌরভের সিএবিকে কড়া মেইল বোর্ডের, U19 মহিলা ক্রিকেটের মাঠ করে দিতে পারল না, বাংলা ক্রিকেটের বড় লজ্জার ভিলেন যুগ্মসচিব

Last Updated:

CAB and BCCI: সৌরভকে বিপাকে ফেললেন যুগ্ম সচিব! বঙ্গ ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মেইল পাঠালো বিসিসিআই। মুখ বাঁচাতে ম্যাচ সরল বারাসতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শহরে নেই সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, আর তাই বাকি কর্মকর্তাদের কাজেও ঢিলা পারফরম্যান্স৷ সিএবি যুগ্মসচিবের কাঁধে যে দায়িত্ব ছিল তা পালন না করায় মুখ পুড়ল সিএবির। বঙ্গ ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মেইল পাঠালো বিসিসিআই। বিসিসিআইয়ের ম্যাচ আয়োজন করতে গিয়ে ল্যাজে গোবরে অবস্থা সিএবির। বিসিসিআইয়ের ক্ষোভ প্রকাশে কার্যত প্রশ্নের মুখে সৌরভের সংস্থা। বিসিসিআইয়ের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের জোড়া ম্যাচ আয়োজন করতে গিয়ে বিরাট সমস্যায় সিএবি।
ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে লজ্জা
ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে লজ্জা
advertisement

পূর্ব নির্ধারিত অনুযায়ী বিসিসিআই অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের দুটি ম্যাচ উত্তর প্রদেশ বনাম দিল্লি এবং অন্ধ্রপ্রদেশ বনাম রাজস্থান ম্যাচ বৃহস্পতিবার আয়োজন হওয়ার কথা ছিল দেশবন্ধু পার্কের মাঠে। কিন্তু ম্যাচের আগের দিন BCCI- র ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মাঠ পরিদর্শন করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। মাঠ এবং পিচ কোনটাই তৈরি নয় বলে দেশবন্ধু পার্কের মাঠে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে তারা ঘোষণা করে দেন। সরাসরি তারা অভিযোগ জানান বিসিসিআইতে।

advertisement

আরও পড়ুন – PM Narendra Modi and Indian Cricket Team: হাতে ট্রফি,গলায় মেডেল, মুখে হাসি, ভারতীয় মহিলা দলের সঙ্গে দেখা মোদির

প্রাক্তন ক্রিকেটার আবে কুরুভিল্লা যিনি এই মুহূর্তে বিসিসিআই জেনারেল ম্যানেজার ক্রিকেট অপারেশনের পদে রয়েছেন৷ তাঁর কাছেই অভিযোগ জানানো হয়। এই অভিযোগ পাওয়ার পর বিসিসিআইকে একটি মেইল লিখে পাঠান তিনি। সূত্রের খবর সেখানে জানতে যাওয়া হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই সব নির্ধারিত হওয়া সত্বেও কেন ম্যাচ আয়োজন করা সম্ভব হল না নির্ধারিত মাঠে- কার্যত তার জবাব চাওয়া হয়েছে।

advertisement

সিএবি কর্তাদের কাছে বিকল্প মাঠ হাতে ছিল না। কারণ বৃহস্পতিবার থেকেই সিএবি পরিচালিত ঘরোয়া ক্রিকেটের ম্যাচ শুরু হচ্ছে। যার ফলে ইডেন কিংবা যাদবপুর অথবা ভিডিওকনের মাঠ কোনটাই খালি নেই।

শেষ পর্যন্ত কোন অবস্থা না পেয়ে বারাসতে আদিত্য অ্যাকাডেমি ক্রিকেট মাঠে বোর্ডের দুই ম্যাচ  নিয়ে যেতে বাধ্য হন সিএবি কর্তারা। সিএবি তরফে খবর, মাঠের দায়িত্ব ছিল সিএবির যুগ্ম সচিব মদন মোহন ঘোষের হাতে। আসলে গ্রাউন্ডস কমিটি মাঠ পরিদর্শন করার দায়িত্বে থাকলেও পুরো বিষয়টি যুগ্ম সচিব পদে যিনি থাকেন তিনি মনিটরিং করেন। সূত্রের খবর, যুগ্ম সচিব মদন ঘোষ গ্রাউন্ড কমিটির সচিব অমিতাভ আদ্যিকে জানান মাঠ পরিদর্শনে যাওয়ার দরকার নেই সম্পূর্ণ মাঠ তৈরি হয়েছে। তাই তিনি যাননি। ঔ এমনকি যুগ্ম সচিব বর্তমানে শিলিগুড়িতে রয়েছেন ক্রিকেটের একটি অনুষ্ঠানে। তবে এ বিষয়ে সিএবি তরফ থেকে কেউ মুখ খুলতে নারাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

Eeron Roy Burman

বাংলা খবর/ খবর/খেলা/
CAB and BCCI: সৌরভের সিএবিকে কড়া মেইল বোর্ডের, U19 মহিলা ক্রিকেটের মাঠ করে দিতে পারল না, বাংলা ক্রিকেটের বড় লজ্জার ভিলেন যুগ্মসচিব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল