TRENDING:

কোচ তিতের জন্য আবেগঘন বার্তা নেইমারের! ঘুরে দাঁড়ানোর শপথ ব্রাজিল অধিনায়কের

Last Updated:

Neymar sends emotional message to Brazil manager Tite and calls him good human being.দুঃসময়ে এক আবেগঘন বার্তায় তাঁকে নিজের অন্যতম সেরা কোচের স্বীকৃতি দিলেন সুপারস্টার নেইমার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাও পাওলো: ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম বড় সুযোগ ছিল এবার। ফুটবল পণ্ডিতরা এক কথায় মেনে নিয়েছিলেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে। সাম্বা ব্রিগেড যেভাবে ঝড় তুলে শুরু করেছিল বিশ্বকাপ অভিযান, তাতে স্বপ্ন দেখছিলেন অনেকেই। কিন্তু মহান অনিশ্চয়তার খেলা যখন ফুটবল, তখন ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের বিদায় মেনে নেওয়াটা কঠিন হলেও অবাস্তব নয়। ফুটবল বড়ই নিষ্ঠুর। যেমন দেয়, তেমন কেড়ে নেয়।
তিতেকে বড় কোচের থেকেও বড় মানুষ বলছেন নেইমার
তিতেকে বড় কোচের থেকেও বড় মানুষ বলছেন নেইমার
advertisement

নেইমারের থেকে এটা ভাল কে বুঝবেন? হেক্সার স্বপ্ন পূর্ণ হয়নি। প্রি-কোয়ার্টার ফাইনালেই ঘটেছে স্বপ্নভঙ্গ। ক্রোয়েশিয়ার কাছে টাই-ব্রেকারে হেরে থেমেছে ব্রাজিলের অভিযান। ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন ম্যানেজার তিতে। এমন দুঃসময়ে এক আবেগঘন বার্তায় তাঁকে নিজের অন্যতম সেরা কোচের স্বীকৃতি দিলেন সুপারস্টার নেইমার।

ছিটকে যাওয়ার পর তাঁর কান্নার ছবি তুলেছিল আলোড়ন। ইনস্টাগ্রামের পোস্টেও বিশ্বজুড়ে সাম্বাপ্রেমীদের হৃদয়ে সাড়া ফেলেছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সির মালিক। নেইমার লিখেছেন, জানতাম, আপনি ভালো কোচ। তবে আপনার অধীনে খেলার পর মনে হলো, যা শুনেছিলাম তার চেয়েও আপনি ভাল মানুষ। আমার দেখা অন্যতম সেরা কোচ।

advertisement

আগামী দিনেও এই উচ্চাসনেই থাকবেন। সব সময় আপনার পাশে থাকব। একসঙ্গে দুর্দান্ত কিছু মুহূর্ত কাটিয়েছি আমরা। যন্ত্রণার স্মৃতিও রয়েছে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ক্ষত যেমন থেকেই যাবে দীর্ঘদিন। বিশ্বকাপ আপনার প্রাপ্য ছিল। কিন্তু তা হল না। এটাই খারাপ লাগছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছয় বছর কোচ হিসেবে তিতেকে পেয়েছেন নেইমার। কাতার বিশ্বকাপে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের উল্লেখ করে তিনি লিখেছেন, আমাদের সবচেয়ে বড় স্বপ্নকে সফল করার জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। কিন্তু ঈশ্বর নিশ্চয়ই তা চাননি। প্রফেসর তিতে, এত কিছু শেখানোর জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার দেওয়া মানসিকভাবে শক্ত থাকার বার্তা সব সময় মনে রাখবো। এই মুহূর্তে সেটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। প্রতি পদে আপনাকে ভীষণই মিস করব। অতীতেপ বহু ঘটনা এখনও স্মৃতিপটে তরতাজা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কোচ তিতের জন্য আবেগঘন বার্তা নেইমারের! ঘুরে দাঁড়ানোর শপথ ব্রাজিল অধিনায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল