আরও পড়ুন-প্রো কাবাডি লিগের প্রথম দিনেই জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বা
ঘরের মাঠে এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড (New Zealand vs Bangladesh) ৷ কিন্তু টেস্ট সিরিজে নেই অজাজ ৷ এক ইনিংসে ১০ উইকেট নেওয়া স্পিনারের জায়গা হয়নি এই সিরিজে ৷ আগামী ১ জানুয়ারি, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ৷
advertisement
চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম ৷ কিন্তু সবাইকে আশ্চর্য করেছে এই সিরিজে অজাজ প্যাটেলকে দলে না রাখা ৷ নির্বাচকরা এমনটা কী করে করলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে ৷ ভারতীয় বংশোদ্ভূত এই লেগ স্পিনার কিউয়ি দলের বোলিং বিভাগে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র এখন ৷ তাই অজাজকে বাদ দেওয়াটা কেউই মেনে নিতে পারছেন না ৷
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড অবশ্য অজাজের বাদ যাওয়া নিয়ে বলেন, “ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়ার পর অজাজের বাদ যাওয়া নিয়ে কথা হবেই। তবে আমরা মনে করি যখন যেমন দরকার, তখন তেমনটাই হওয়া প্রয়োজন। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে যে দলটা দরকার ছিল, সেটাই বাছা হয়েছে।”