TRENDING:

Ajaz Patel: অবাক কাণ্ড ! বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দলে জায়গা পেলেন না এক ইনিংসে ১০ উইকেট নেওয়া অজাজ প্যাটেল

Last Updated:

Ajaz Patel dropped against Bangladesh: ঘরের মাঠে এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড (New Zealand vs Bangladesh) ৷ কিন্তু টেস্ট সিরিজে নেই অজাজ ৷ এক ইনিংসে ১০ উইকেট নেওয়া স্পিনারের জায়গা হয়নি এই সিরিজে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে বল হাতে করেছিলেন কামাল ৷ এক ইনিংসে একাই নিয়েছিলেন ১০ উইকেট ৷ জিম লেকার এবং অনিল কুম্বলের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এই নজির গড়তে সফল হয়েছিলেন ৷ কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ইতিহাস সৃষ্টি করা কিউয়ি বোলার অজাজ প্যাটেলের (Ajaz Patel) জায়গা হল না বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টেস্ট টিমে ৷ নিউজিল্যান্ডের ১৩ জনের দলে এক মাত্র স্পিনার রচিন রবীন্দ্র (Ajaz Patel dropped against Bangladesh)।
Ajaz Patel took 14 wickets in his last Test including a 10-fer. (BCCI Photo)
Ajaz Patel took 14 wickets in his last Test including a 10-fer. (BCCI Photo)
advertisement

আরও পড়ুন-প্রো কাবাডি লিগের প্রথম দিনেই জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বা

ঘরের মাঠে এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড (New Zealand vs Bangladesh) ৷ কিন্তু টেস্ট সিরিজে নেই অজাজ ৷ এক ইনিংসে ১০ উইকেট নেওয়া স্পিনারের জায়গা হয়নি এই সিরিজে ৷ আগামী ১ জানুয়ারি, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ৷

advertisement

advertisement

চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম ৷ কিন্তু সবাইকে আশ্চর্য করেছে এই সিরিজে অজাজ প্যাটেলকে দলে না রাখা ৷  নির্বাচকরা এমনটা কী করে করলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে ৷ ভারতীয় বংশোদ্ভূত এই লেগ স্পিনার কিউয়ি দলের বোলিং বিভাগে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র এখন ৷ তাই অজাজকে বাদ দেওয়াটা কেউই মেনে নিতে পারছেন না ৷

advertisement

আরও পড়ুন-পায়েস খাওয়ানোর পর কোদাল দিয়ে স্ত্রী ও সন্তানদের কুপিয়ে খুন! ১১ পাতার সুইসাইড নোট লিখে আত্মহত্যা যুবকের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড অবশ্য অজাজের বাদ যাওয়া নিয়ে বলেন, “ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়ার পর অজাজের বাদ যাওয়া নিয়ে কথা হবেই। তবে আমরা মনে করি যখন যেমন দরকার, তখন তেমনটাই হওয়া প্রয়োজন। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে যে দলটা দরকার ছিল, সেটাই বাছা হয়েছে।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ajaz Patel: অবাক কাণ্ড ! বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দলে জায়গা পেলেন না এক ইনিংসে ১০ উইকেট নেওয়া অজাজ প্যাটেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল