বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত তিন দিনের এই প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মোট এগারোটি জেলার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে অংশ নিয়েছিলেন ৬ প্রতিযোগী। এর মধ্যে বছর ঊনিশের সৌগত একাই তিনটি সোনা ও দু’টি রুপোর পদক জিতেছেন। প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে একক চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।
advertisement
—- Polls module would be displayed here —-
জয়নগরের নিমপীঠের তুলসীঘাটা গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে সৌগত। বাবা অটো চালান। ছোটবেলায় নিমপীঠেরই একটি ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শুরু করেন তিনি। পরে কলকাতার সুভাষ সরোবরে প্রশিক্ষক বিশ্বজিৎ দে চৌধুরীর অধীনে প্রশিক্ষণ নেন। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌগত জানান, আগামিদিনে সাঁতার নিয়ে আরও এগোতে চান। তাঁর লক্ষ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য। বাবা অরবিন্দ দাস বলেন, “ছোট থেকেই সৌগতর সাঁতারে বিশেষ আগ্রহ ছিল। কখনওই ওকে অভাব বুঝতে দিইনি। চেষ্টা করেছি যতটা সম্ভব পাশে থাকতে। আজ পুরো পরিবার সহ গ্রামের সবাই খুব খুশি।
দক্ষিণ ২৪ পরগনা জেলা সাঁতার দলের ম্যানেজার শ্রীমন্তকুমার ঘোষ বলেন, “একশো মিটার ফ্রি স্টাইলে এর আগে রাজ্য স্তরে রেকর্ড সময় ছিল ৫৪.৭৮ মিনিট। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল সৌগত। খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে ও। জেলা ক্রীড়া সংস্থার তরফে আগামিদিনে ওর আরও সাফল্য কামনা করি।
Suman Saha