Paralympic Games Paris 2024: অলিম্পিক্সের পর এবার প্যারালিম্পিক্সের মজা, কোথায় নজর রাখবেন, সবেচেয়ে বড় দল পাঠাল ভারত

Last Updated:

Paralympic Games Paris 2024: ভারত এবারের প্যারালিম্পিক গেমসে ৮৪ জন প্যারা-অ্যাথলিট সহ নিজেদের বৃহত্তম দল পাঠিয়েছে।

প্যারালিম্পিক্স শুরু
প্যারালিম্পিক্স শুরু
নয়াদিল্লি: প্যারালিম্পিক্সের খেলা শুরু হয়ে গেল৷  রীতি মেনেই অলিম্পিক্স ভ্যেনুতে এবার শুরু হল প্যারালিম্পিক্সের খেলাগুলি৷ Viacom18  জানিয়েছে যে JioCinema প্যারালিম্পিক গেমস প্যারিস ২০২৪ খেলা দেখাবে৷ যা ২৮  অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও, Sports18 টিভি নেটওয়ার্ক ১২ দিনের ইভেন্টের প্রতিদিনের হাইলাইটসও দেখাবে৷
প্রেস বিজ্ঞপ্তি অনুসারে এবারের প্যারিস অলিম্পিক্সে লিনিয়ার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে ভারতে অলিম্পিকের জন্য Viacom18-র সর্বকালের সর্বোচ্চ ভিউয়ারশিপ হয়েছিল৷ ১৫০০ কোটি মিনিটের বেশি ভিউ টাইম এবং সবরকম প্ল্যাটফর্মে ১৭ কোটিরও বেশি দর্শক দেখেছিল৷ প্রেস রিলিজ অনুসারে, JioCinema প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের জন্য দুটি একই সময়ের ফিড জুড়ে সেরা অ্যাকশন অফার করবে৷  দর্শকদের মার্কি ইভেন্টের জন্যে এই চ্যানেলে নজর রাখতে হবে৷
advertisement
advertisement
“ভারতে প্যারালিম্পিক আমাদের ক্রীড়াবিদদের পদক বিজয়ী কৃতিত্বের সঙ্গে প্রাধান্য পেয়েছে,” ভায়াকম ১৮ স্পোর্টসের মার্কেটিং প্রধান দময়ন্ত সিং একটি বিবৃতিতে বলেছেন৷
—- Polls module would be displayed here —-
advertisement
ভারত এবারের প্যারালিম্পিক গেমসে ৮৪ জন প্যারা-অ্যাথলিট সহ নিজেদের বৃহত্তম দল পাঠিয়েছে। ১২ ডিসিপ্লিনে অংশগ্রহণকারী, ভারতের ৪ জন প্যারা-অ্যাথলিট রয়েছে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে প্যারিসে যাচ্ছেন৷ এঁরা হলেন সুমিত আন্তিল (পুরুষদের জ্যাভলিন থ্রো F64), কৃষ্ণ নগর (পুরুষদের ব্যাডমিন্টন একক SH6), মনীশ নারওয়াল (পুরুষদের শুটিং 50 মিটার পিস্তল SH1), এবং অবনী লেখারা (মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং স্ট্যান্ডিং SH1)।
advertisement
ভারতীয় দলে বিশ্বের এক নম্বর মহিলা একক SH6 খেলোয়াড় নিথ্যা শ্রী সুমাথি সিভানও রয়েছে৷ এই সংস্করণে প্রথমবারের মতো প্যারালিম্পিকে SH6 ইভেন্টটি অনুষ্ঠিত হবে। টোকিও 2020 ছিল ভারতের সবচেয়ে সফল প্যারালিম্পিক, যেখানে ভারতীয় অ্যাথলিটরা পাঁচটি সোনা, আটটি রুপো, এবং ৬টি ব্রোঞ্জ সহ রেকর্ড ১৯টি পদক পেয়েছিল। লেখারা প্যারালিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট ছিলেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Paralympic Games Paris 2024: অলিম্পিক্সের পর এবার প্যারালিম্পিক্সের মজা, কোথায় নজর রাখবেন, সবেচেয়ে বড় দল পাঠাল ভারত
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement