ইতিমধ্যেই দেশজুড়ে চলছে আইপিএল ২০২৪-এর সিরিজ। গত মঙ্গলবার চিপকে লখনউ সুপার জায়েন্টসের সঙ্গে খেলা ছিল ধোনির চেন্নাই সুপারকিংসের। সেখানে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ড্রেসিং রুম থেকে খেলা দেখছিলেন এমএস। সেই সময় ক্যামেরা তাঁকে তাক করে। ধোনির অভিব্যক্তি দেখার জন্য বার বারই ক্যামেরায় তাঁকে দেখানো হয়।
advertisement
ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে ধোনি রেগে গিয়ে ক্যামেরাম্যানের দিকে বোতল ছুড়ছেন। অনেকেই মনে করছেন, একাধিক বার ক্যামেরা তাঁকে তাক করায় হয়তো বিরক্ত হয়েছিলেন মাহি। সে কারণেই চটে গিয়ে ক্যামেরাম্যানের দিকে বোতল উঁচিয়ে সেই বার্তা দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শিবম দুবে আউট হওয়ার পর দুই বল খেলতে মাঠে নেমেছিলেন তিনি।
আরও পড়ুন: ধোনিকে চিঠিতে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল মাহি-মুগ্ধের ‘পাগলামি’!
যদিও ওই ম্যাচে জিততে পারেনি চেন্নাই সুপারকিংস। ২১১ রান তাড়া করতে নেমে ৬৩ বলে লখনউয়ের স্টয়নিজের বিধ্বংসী ১২৪ রানে আশাহত হয় চেন্নাই। পয়েন্ট টেবিলে এখন এলএসজি চতুর্থ স্থানে ও চেন্নাই রয়েছে পঞ্চমে।