পঞ্জাবের পর এবার বেঙ্গালুরু। দশের আইএসএলে বুধবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে মোহনবাগান বনাম বেঙ্গালুরু মানেই টানটান লড়াই। বুধ সন্ধ্যার যুবভারতীও ব্যতিক্রম নয়। ম্যাচের আগেই দুই শিবিরে মাইন্ডগেম শুরু।
advertisement
এশিয়ান গেমসের দলে থাকায় সুনীল ছেত্রী ও রোহিত দানুকে এই ম্যাচে পাবে না বেঙ্গালুরু। অন্যদিকে একই কারণে মোহনবাগান পাবে না সুমিত রাঠিকে। হাঁটুর চোটের কারণে আশিক কুরিয়ান আগেই ছিটকে গিয়েছেন। তবে সমর্থকদের জন্য ভাল খবর, ম্যাচ সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন অনিরুধ থাপা। পঞ্জাবের বিরুদ্ধে সহজ জয় এলেও দলের খেলায় আরও উন্নতি চান কোচ জুয়ান ফেরান্দো। বলছেন, ‘‘দলে আরও উন্নতি প্রয়োজন। ছোটখাটো অনেক ব্যাপারেই সংশোধন করতে হবে। ছেলেরা পরিশ্রম করছে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
বুধ সন্ধ্যার প্রতিপক্ষ সম্পর্কে ফেরান্দোর গলায় সমীহের সুর। বলছেন,”বেঙ্গালুরু যথেষ্ট শক্তিশালী দল। ওদের বেশিরভাগ ফুটবলারই একসঙ্গে অনেক দিন ধরে খেলছে। ওদের খেলায় একটা পরিকল্পনার ছাপ রয়েছে। গত মরশুমে আইএসএল, ডুরান্ড ও সুপার কাপ ফাইনালে উঠেছিল ওরা। সুনীল না থাকলেও বেঙ্গালুরুকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই।”
আরও পড়ুন– এই আদিবাসী জনজাতি বড়ই অদ্ভুত; স্নানে রয়েছে নিষেধাজ্ঞা, আর যা যা হয়, শুনলে অবাক হবেন !
প্রতিপক্ষ সম্পর্কে বাগান কোচের গলায় যতটা সমীহের সুর, বেঙ্গালুরু কোচ সাইমন গ্রএসন ততটাই আগ্রেসিভ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারের হ্যাংওভার কাটিয়ে যুবভারতীতে নতুন করে শুরু করতে চান ইংলিশ বস। গুরপ্রীত সিং সাঁধু, জনসন সিং, রায়ান উইলিয়ামসদের কোচ বলছেন,”আমরা জানি আমাদের দল কি করতে পারে! মোহনবাগানকে হারানোটা অসম্ভব নয়! আমরা সেটা বিশ্বাস করি!”
মোহনবাগান সমর্থকদের সুবিধার জন্য ম্যাচ শেষে সল্টলেক থেকে উল্টোডাঙ্গা, শিয়ালদহ, ধর্মতলা ও যাদবপুরে স্পেশ্যাল বাস সার্ভিস চালানো হবে। চালু থাকবে মেট্রো সার্ভিসও।
