Nita Ambani: আঁধারে আলোর দিশা, বহুল সম্মানীয় ‘সিটিজেন অফ মুম্বই’ পুরস্কারে বিভূষিতা রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার নীতা আম্বানি

Last Updated:

Nita Ambani receives Citizen Of Mumbai Award: রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি লাভ করলেন এই বছরের বহুল সম্মানিত সুদীর্ঘ ঐতিহ্যের ধারক ‘সিটিজেন অফ মুম্বই’ সম্মান। সম্প্রতি এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হল রোটারি ক্লাব অফ বম্বে-র পক্ষ থেকে৷

Nita Mukesh Ambani Cultural Centre in Mumbai, which was opened earlier this year, was envisioned by Nita as a platform to spotlight Indian arts and culture at its best, both for the audience and the artists. (Photo: Special Arrangement)
Nita Mukesh Ambani Cultural Centre in Mumbai, which was opened earlier this year, was envisioned by Nita as a platform to spotlight Indian arts and culture at its best, both for the audience and the artists. (Photo: Special Arrangement)
মুম্বই: পুরস্কার এবং তার প্রাপককে নিয়ে বিতর্ক পৃথিবীর সব দেশেই অন্তহীন। কিন্তু তার মধ্যেও এমন ব্যক্তিত্বও আছেন, যিনি সকলের অলক্ষ্যে কাজ করে চলেন মানবজীবন স্বার্থে, তিনি যতটা না পুরস্কার লাভ করে আনন্দিত হন, তার চেয়েও বেশি করে পুরস্কার গর্বিত হয়ে ওঠে। তেমনটাই হল সম্প্রতি, যখন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি লাভ করলেন এই বছরের বহুল সম্মানিত সুদীর্ঘ ঐতিহ্যের ধারক ‘সিটিজেন অফ মুম্বই’ সম্মান। সম্প্রতি এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হল রোটারি ক্লাব অফ বম্বে-র পক্ষ থেকে৷
হবে না-ই বা কেন! নীতা আম্বানি শুধু ভারত নয়, বরং পৃথিবীর কতিপয়দের মধ্যে একজন, যাঁর কর্মধারা প্রসারিত বিশ্বজুড়ে। তাঁকে দেখলে বিশ্বগ্রাম শব্দটির অর্থ যেন স্পষ্ট হয়। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি- সবটা জুড়ে তাঁর অক্লান্ত কালযাপন প্রতি মুহূর্তে রচনা করে চলেছে ইতিহাসের নতুন এক অধ্যায়, এই পুরস্কারও সে কথা স্বীকার করেছে সবিনয়ে। যেমন, খেলার কথাই যদি ওঠে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স দলের কর্তৃত্বের রাশ নীতারই হাতে। ক্রিকেটের পরেই আসে ফুটবলের কথা, সেখানেও নীতার উদ্যোগের ছোঁয়া, তার সুযোগ্য পরিচালনাতেই সেজে উঠেছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, যারা জন্ম দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের।
advertisement
(Photo: Special Arrangement) (Photo: Special Arrangement)
advertisement
তবে শুধুই বড়রা নয়, খেলার এই আলো যাতে খুঁজে পায় নতুন প্রতিভা, সে জন্য ছোটদের নিয়েও কাজ করেন নীতা, তাদের জন্য তিনি তৈরি করেছেন এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল ইনিশিয়েটিভ ফর চিলড্রেন, প্রধান হিসেবে নিজের দায়িত্ব পালনে সদা তৎপর তিনি। একই সঙ্গে, ক্রীড়াজগতে তাঁর মুকুটের আরও এক উজ্জ্বল রত্ন এমআই নিউ ইয়র্ক, পেশাদার মার্কিন টি২০ খেলার সূচনায় মেজর লিগ ক্রিকেটে (MIC) যারা ছিনিয়ে নিয়েছে বিজয়ের আস্বাদ। আবার, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিরও তিনিই প্রথম ভারতীয় নারী সদস্য। বিদেশের সংস্কৃতিতেও রয়েছে তাঁর অবদান, তিনিই মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্কের ট্রাস্টি বোর্ডের প্রথম ভারতীয় সদস্য।
advertisement
দেশও যাতে তার সংস্কৃতির প্রতিটি আলোকবিন্দু বিশ্বে চমকিত করতে পারে, সেই লক্ষ্যে তিনি মুম্বইতে স্থাপন করেছেন নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার- শিল্পী এবং দর্শক, উভয়ের জন্যই তা দ্রুত পরিণত হয়ে উঠছে শৈল্পিক এক পীঠস্থানে। এই দেশ যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, সবাই পায় উপযুক্ত পরিষেবা, সেই লক্ষ্যে তাঁর প্রতিষ্ঠিত স্যর এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার কাজ করে চলেছে নিরলস, কিছু দিন আগেই জানিয়েছেন তিনি রিলায়েন্স ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত প্রান্ত জুড়েও ৭০ মিলিয়ন জীবনকে নিয়ে আসতে পেরেছে ভাল থাকার আলোকবৃত্তে।
advertisement
DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate News18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nita Ambani: আঁধারে আলোর দিশা, বহুল সম্মানীয় ‘সিটিজেন অফ মুম্বই’ পুরস্কারে বিভূষিতা রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার নীতা আম্বানি
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement