TRENDING:

Mohun Bagan Day: লাইফটাইম অ্যাচিভমেন্টে উত্তরপাড়ার প্রয়াত মোহনবাগান ফুটবলার বিমল মুখোপাধ্যায়

Last Updated:

Mohun Bagan Day: মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ। একদিকে বর্ষসেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসোয়ান অন্যদিকে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়। উত্তরপাড়ার মুখোপাধ্যায় বাড়ির তিন প্রজন্ম যুক্ত মোহনবাগান দলের ফুটবল খেলার সঙ্গে। ১৯১১ এর অমর একাদশের অন্যতম একজন খেলোয়াড় ছিলেন মনমোহন মুখোপাধ্যায়।
advertisement

তাঁর ছেলে বিমল মুখোপাধ্যায় পরবর্তীতে ছিলেন মোহনবাগান দলের অধিনায়ক। বিমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম আইএফএ লিগ জয় করে মোহনবাগান দল। বিমল মুখোপাধ্যায়ের নেতৃত্বেই ভারতীয় ফুটবল দল প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ফুটবল খেলতে। পরবর্তীতে তাঁর ছেলে নিখিল মুখোপাধ্যায় তিনিও ছিলেন মোহনবাগান দলের একজন খেলোয়াড়।

আরও পড়ুন – Mohun Bagan Day: বুট পরা পায়ের বিরুদ্ধে লড়েছিল খালি পা, ১৯১১ অমর একাদশের ফুসফুস ছিলেন উত্তরপাড়ার মনমোহন মুখোপাধ্যায়

advertisement

আজ মোহনবাগান দিবস উপলক্ষ্যে মোহনবাগান ক্লাবের তরফে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড তুলে দেওয়া হবে বিমল মুখোপাধ্যায়ের ছেলে নিখিল মুখোপাধ্যায়ের হাতে। অন্যদিকে উত্তরপাড়ায় সকাল থেকেই উৎসবের মেজাজ। মনমোহন মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে মোহনবাগান দিবস পালন করলেন উত্তরপাড়া পুরসভা।

View More

উৎসবের মেজাজ আরও দ্বিগুণ হয়েছে কারণ এই বছর বর্ষসেরা সমর্থকের শিরোপা পেতে চলেছেন উত্তরপাড়ারই আর এক অন্ধ ভক্ত সমর্থক পেশার টোটো চালক অজয় পাসোয়ান ।

advertisement

১৯১১ ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার টিমের সঙ্গে প্রথম ভারতীয় ফুটবল  দল হিসেবে যারা পরাস্ত করেছিল ইংরেজদের সেই মোহনবাগান একাদশের একজন যোদ্ধা ছিলেন মনমোহন মুখোপাধ্যায়। তাঁর পরিবারের তিন প্রজন্ম ধরেই যুক্ত মোহনবাগান দলের সঙ্গে। ১৯১১ এর আজকের দিনেই খালি পায়ে ইংরেজদের বুট পড়া সাহেবদের প্রথমবার পরাস্ত করেছিল বাংলার দামাল ১১ জন ফুটবলার যারা আজ অমর হয়ে রয়েছেন অমর একাদশ হয়ে। সেই কারণেই প্রতি বছর এই দিনটিকে বিশেষ করে মনে রাখার জন্য মোহনবাগান দিবস পালন করে কলকাতা মোহনবাগান ক্লাব।

advertisement

Rahee Halder

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan Day: লাইফটাইম অ্যাচিভমেন্টে উত্তরপাড়ার প্রয়াত মোহনবাগান ফুটবলার বিমল মুখোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল