দুজনের মধ্যে এখনো কোনও আইনি বিবাহবিচ্ছেদ হয়নি, তবে এই দম্পতি আলাদাভাবে বসবাস করছেন। সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের প্রচুর অনুরাগী রয়েছেন। নিজের ইনস্টাগ্রামে প্রচুর রিলস আপলোডও করেন হাসিন জাহান।
সম্প্রতি বলিউডি বেশ কিছু রোমান্টিক গানের তালে তিনি রিলস বানিয়েছেন। আর সেই রিলস গুলি নিয়েই জল্পনা বেড়েছে। এদিন ফের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিওর কমেন্টেও অনেকে শামিকে নিয়ে লিখেছেন।
আরও পড়ুন, পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন আগেই! আজ রাজভবনে রাজ্যপাল সাক্ষাতে অ্যাডভোকেট জেনারেল
আরও পড়ুন, ডিসেম্বরে ব্রিগেডে বিরাট সমাবেশ! আসবেন নরেন্দ্র মোদি? হবে লক্ষ কন্ঠে গীতা পাঠ
কয়েকদিন আগে বিশ্বকাপের মধ্যে হাসিন জাহান বলেন, ‘যাই ঘটুক না কেন, সে ভালো পারফর্ম করছে। যদি সে ভাল খেলে, দলে থাকে এবং ভাল উপার্জন করে তবে আমাদের ভবিষ্যত সুরক্ষিত হবে।হাসিন আরও বলেছিলেন যে আমি টিম ইন্ডিয়াকে ভাল পারফরম্যান্সের জন্য শুভকামনা জানাব তবে তাঁকে (শামি) নয়।’
বিশ্বকাপে শামি যতো ভাল পারফর্ম করছেন, ততই চর্চায় আসছেন হাসিন জাহানও। শামি যা পারফর্ম করছেন তাতে সবাই তাঁর প্রশংসা করছেন। তবে হাসিন এখনও শামিকে লক্ষ্য করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই তাই চর্চায় রয়েছেন হাসিন জাহানও।