TRENDING:

Viral Video: মাঠে Eng vs Aus , গ্যালারিতে স্ত্রী-র সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরাবন্দি মিচেল স্টার্ক

Last Updated:

সেই সুন্দর , মিষ্টি ব্যক্তিগত মুহূর্ত এখন ভাইরাল (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী-র সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের (Personal Moment) ভাইরাল ভিডিও (Viral Video) এখন ইন্টারনেটে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে৷  মাঠে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) মহিলাদলের মধ্যে অ্যাশেজের একমাত্র টেস্ট ম্যাচ চলছিল৷ সেই সময় গ্যালারিতে হাজির ছিলেন মিচেল স্টার্ক   (Mitchell Starc) ও তাঁর সুন্দরী ক্রিকেটার  স্ত্রী এলিসা হিলি  (Alyssa Healy)৷ গ্যালারিতে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত যখন শেয়ার করছিলেন তখন ক্যামেরার চোখে পড়ে যান তাঁরা৷ আর সেই সুন্দর , মিষ্টি ব্যক্তিগত মুহূর্ত এখন ভাইরাল (Viral Video)৷
australia vs england: Mitchell Starc share personal momet with wife in gallery during women ashes match, Viral Video- Photo Courtesy- Twitter/ Video Grab
australia vs england: Mitchell Starc share personal momet with wife in gallery during women ashes match, Viral Video- Photo Courtesy- Twitter/ Video Grab
advertisement

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) মহিলাদলের মধ্যে অ্যাশেজের একমাত্র টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ২৫৭ রানের লক্ষ্য দেয়৷ এই ম্যাচ খুবই রোমাঞ্চকর ছিল৷ অজি পেসার মিচেল স্টার্ক ও তাঁর ক্রিকেটার স্ত্রী হিলি দুজনেই জাতীয় দলের জার্সিতে খেলেন৷ হিলি বিস্ফোরক ব্যাটসম্যান৷ দুজনেই এই ভাইরাল ভিডিও ঘটনার একদিন  আগেই অস্ট্রেলিয়ার সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন৷

advertisement

আরও পড়ুন -Love and Sex: গভীর ও মজবুত হবে সম্পর্ক, প্রেম মাখোমখো করতে এই ধরনের করুন কাপল থেরাপি!

দেখে নিন সেই রোমান্টিক ভাইরাল ভিডিও৷

স্টার্ক পুরুষ বিভাগে ১৫ ভোট পেয়ে সেরা হন আর হিলি তাঁর বিভাগে ১৩ ভোট পেয়ে সেরা হয়েছেন৷ হিলি এই নিয়ে তৃতীয় বার মহিলা ক্রিকেটে বর্ষসেরা হলেন৷ এই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ব্যক্তিগত মুহূর্তের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ মহিলাদের অ্যাশেজ ম্যাচের দরুণ দুজনে গ্যালারিতে একদম একান্তে ডোনাট ভাগ করে খাচ্ছিলেন৷ পাশাপাশি চুটিয়ে গল্প করছিলেন দুজনেই৷

advertisement

আরও পড়ুন -Protest against Covid 19: কোভিড ১৯-র নিয়ম লাগু করা নিয়ে বিদ্রোহে উত্তাল কানাডা, গুপ্ত স্থানে লুকোলেন প্রধানমন্ত্রী

এই সময়ে হিলি , স্টার্ককে ডোনট খেতে দেন৷ স্টার্ক তাঁর স্ত্রীর হাত থেকে ডোনাটটি নিয়ে দুটি টুকরো করেন৷ একটি ভাগ তিনি তাঁর স্ত্রী হিলিকে ফিরিয়ে দেন৷ আর বাকি অর্ধেক নিজে খেতে শুরু করেন৷ স্বামী-স্ত্রী-র মধ্যে বিভিন্ন ছোট ছোট ঘটনায় প্রেম ফুটে ওঠে, আর এইভাবে খাবার শেয়ার করে খাওয়ায় তাঁদের দাম্পত্যের প্রেম দারুণভাবে ফুটে উঠেছে৷ আর  ফ্যানরা বারবার স্টার্ক ও হিলির এই প্রেম দেখে তাকে ভাইরাল ভিডিও বানিয়ে দিয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এদিকে মিচেল স্টার্ক অ্যালেন বর্ডার মেডেলও জিতেছেন এই মেডেল পাওয়া তিনি অস্ট্রেলিয়ার পঞ্চম পেসার৷

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: মাঠে Eng vs Aus , গ্যালারিতে স্ত্রী-র সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরাবন্দি মিচেল স্টার্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল