অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) মহিলাদলের মধ্যে অ্যাশেজের একমাত্র টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ২৫৭ রানের লক্ষ্য দেয়৷ এই ম্যাচ খুবই রোমাঞ্চকর ছিল৷ অজি পেসার মিচেল স্টার্ক ও তাঁর ক্রিকেটার স্ত্রী হিলি দুজনেই জাতীয় দলের জার্সিতে খেলেন৷ হিলি বিস্ফোরক ব্যাটসম্যান৷ দুজনেই এই ভাইরাল ভিডিও ঘটনার একদিন আগেই অস্ট্রেলিয়ার সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন৷
advertisement
আরও পড়ুন -Love and Sex: গভীর ও মজবুত হবে সম্পর্ক, প্রেম মাখোমখো করতে এই ধরনের করুন কাপল থেরাপি!
দেখে নিন সেই রোমান্টিক ভাইরাল ভিডিও৷
স্টার্ক পুরুষ বিভাগে ১৫ ভোট পেয়ে সেরা হন আর হিলি তাঁর বিভাগে ১৩ ভোট পেয়ে সেরা হয়েছেন৷ হিলি এই নিয়ে তৃতীয় বার মহিলা ক্রিকেটে বর্ষসেরা হলেন৷ এই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ব্যক্তিগত মুহূর্তের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ মহিলাদের অ্যাশেজ ম্যাচের দরুণ দুজনে গ্যালারিতে একদম একান্তে ডোনাট ভাগ করে খাচ্ছিলেন৷ পাশাপাশি চুটিয়ে গল্প করছিলেন দুজনেই৷
এই সময়ে হিলি , স্টার্ককে ডোনট খেতে দেন৷ স্টার্ক তাঁর স্ত্রীর হাত থেকে ডোনাটটি নিয়ে দুটি টুকরো করেন৷ একটি ভাগ তিনি তাঁর স্ত্রী হিলিকে ফিরিয়ে দেন৷ আর বাকি অর্ধেক নিজে খেতে শুরু করেন৷ স্বামী-স্ত্রী-র মধ্যে বিভিন্ন ছোট ছোট ঘটনায় প্রেম ফুটে ওঠে, আর এইভাবে খাবার শেয়ার করে খাওয়ায় তাঁদের দাম্পত্যের প্রেম দারুণভাবে ফুটে উঠেছে৷ আর ফ্যানরা বারবার স্টার্ক ও হিলির এই প্রেম দেখে তাকে ভাইরাল ভিডিও বানিয়ে দিয়েছেন৷
এদিকে মিচেল স্টার্ক অ্যালেন বর্ডার মেডেলও জিতেছেন এই মেডেল পাওয়া তিনি অস্ট্রেলিয়ার পঞ্চম পেসার৷