আরও পড়ুন– তাসে চার রাজার মধ্যে হার্টসের রাজার গোঁফ নেই কেন? আসল কারণ জানলে অবাক হয়ে যাবেন
আসলে আইপিএল ২০২৫ মেগা নিলামের জন্য রেজিস্ট্রেশন করেছেন ইতালির ক্রিকেটার ২৪ বছর বয়সী থমাস জ্যাক ড্রাকা। ইতালির হয়ে চারটি T20I খেলেছেন তিনি। আর তাঁর ঝুলিতে রয়েছে ৮টি উইকেট। আর থমাসই ইতালির প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বের ধনীতম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জন্য নিজের নাম রেজিস্টার করলেন।
advertisement
থমাস মূলত ডান-হাতি মিডিয়াম পেসার। তিনি ২০২৪ সালের ২৯ জুন স্পিনাসেটোয় আইসিসি মেনস টি২০ ওয়ার্ল্ড কাপ সাব-রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ার গ্রুপ এ ম্যাচে লাক্সেমবার্গের বিরুদ্ধে T20I ডেবিউ করেছেন তিনি।
আরও পড়ুন– ডিম্পলকে কেড়ে নেওয়ার জন্য রাজেশ খান্নার উপর রাগ; অকপটে স্বীকার করে নিয়েছিলেন এই অভিনেতা
জুলাই-অগাস্ট মাসে গ্লোবাল টি২০ কানাডা ২০২৪-এ ব্র্যাম্পটন উলভসের হয়ে খেলেছেন থমাস জ্যাক ড্রাকা। ৬টি ম্যাতে মোট ১১টি উইকেট নিয়েছেন তিনি। সেপ্টেম্বরে আইএলটি২০-র ২০২৫ সিজনের জন্য মুম্বই ইন্ডিয়ানসের সিস্টার ফ্র্যাঞ্চাইজি MI Emirates সাইন করিয়েছিল থমাসকে। যদি এই নিলামে যদি তাঁকে শর্টলিস্ট করা হয়, তাহলে তিনি মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজির দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
আইপিএল ২০২৫ মেগা নিলামে রেজিস্ট্রেশন করেছেন, এমন বিদেশি খেলোয়াড়দের মধ্যে ৯১ জন রয়েছেন দক্ষিণ আফ্রিকার। আর অস্ট্রেলিয়া থেকে রেজিস্ট্রেশন করেছেন ৭৬ জন খেলোয়াড়। আইপিএল ২০২৪ নিলামে প্রায় ২৪.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে সাইন করিয়েছিল কেকেআর। আপাতত তিনি নিজের বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা। স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ার T20I অধিনায়ক মিচেল মার্শ এবং প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে নিলামে থাকবেন তিনিও।
ইংল্যান্ডের ৫২ জন খেলোয়াড় এই নিলামের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। কিন্তু এই লিগ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। প্রতিবেদনে জানানো হচ্ছে যে, ইংল্যান্ডের হয়ে আপাতত টেস্ট ক্রিকেট খেলার উপর জোর দিতে চাইছেন স্টোকস। ফলে তিনি মার্চের মাঝামাঝি সময় থেকে মে মাসের শেষ পর্যন্ত সময়টা কাজে লাগাতে চাইছেন তিনি।
এদিকে ২০১৪ সালে শেষ টি২০ ম্যাচ খেলেছেন প্রাক্তন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। আসন্ন নিলামের জন্য তিনি রেজিস্ট্রেশন করিয়েছেন। বেস প্রাইস রেখেছেন ১.২৫ কোটি টাকা।