ডিম্পলকে কেড়ে নেওয়ার জন্য রাজেশ খান্নার উপর রাগ; অকপটে স্বীকার করে নিয়েছিলেন এই অভিনেতা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Rajesh Khanna Threw Rishi Kapoor’s Ring After Proposing To Dimple Kapadia: এক সময় বলিউড সুপারস্টার রাজেশ খান্নার কারণে মোহভঙ্গ হয়েছিল অভিনেতা ঋষি কাপুরের। সেই কারণে সেভাবে তিনি পছন্দ করতেন না তৎকালীন সুপারস্টারকে। একটি সাক্ষাৎকারে খোলাখুলি এই বিষয়ে কথা বলেন ঋষি।
এক সময় বলিউড সুপারস্টার রাজেশ খান্নার কারণে মোহভঙ্গ হয়েছিল অভিনেতা ঋষি কাপুরের। সেই কারণে সেভাবে তিনি পছন্দ করতেন না তৎকালীন সুপারস্টারকে। একটি সাক্ষাৎকারে খোলাখুলি এই বিষয়ে কথা বলেন ঋষি। আসলে এর কারণটা ছিল ঋষির সহ-অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে রাজেশ খান্নার বিবাহ। ওই সাক্ষাৎকারেই অবশ্য ঋষি কাপুর স্পষ্ট করে জানিয়েছিলেন যে, ডিম্পলের প্রতি তাঁর কোনও প্রেম-ভালবাসা ছিল না। বরং ডিম্পলের উপর একটা পজেসিভনেস বা অধিকারবোধ কাজ করত বলেই স্বীকার করে নিয়েছেন ববি অভিনেতা।
advertisement
এনডিটিভি-তে সাংবাদিক বরখা দত্তের সঙ্গে আলাপচারিতায় রাজেশ খান্নার প্রতি প্রাথমিক ক্ষোভের কথা তুলে ধরেছিলেন ঋষি। স্মৃতিচারণ করে বরখা একটি ঘটনার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ঋষির তৎকালীন প্রেমিকা ইয়াসমিন তাঁকে একটি আঙটি উপহার দিয়েছিলেন। এদিকে সেই আঙটি ঋষির থেকে নিয়ে নিয়েছিলেন ডিম্পল। আর ওই সময়েই ডিম্পলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজেশ খান্নাও। ফলে তিনি অভিনেত্রীর আঙুলে থাকা আঙটি লক্ষ্য করে বেশ রেগেই গিয়েছিলেন। আর তারপরেই সেটি ডিম্পলের আঙুল থেকে খুলে ছুড়ে ফেলে দিয়েছিলেন। যার জেরে রাজেশ খান্নার প্রতি ঋষির মনে একটা তিক্ততা তৈরি হয়েছিল।
advertisement
এর জবাবে ঋষি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে, “আমি সম্ভবত ওঁকে পছন্দ করতাম না, কারণ উনি আমার নায়িকাকে নিয়ে নিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে যে সময় আমি কেরিয়ার শুরু করছি, সেই সময়ই উনি আমার নায়িকাকে বিয়ে করে নিলেন। এছাড়া আমার আর কোনও খারাপ লাগা নেই। এমনিতে আমি একাধিক ছবিতে ওঁর সঙ্গে কাজও করেছি। এমনকী, পরে ওঁর ছবি পরিচালনাও করেছি। প্রসঙ্গত ওই আঙটির মধ্যে ছিল শান্তির চিহ্ন। খুব একটা দামিও ছিল না। কিন্তু সেটা বিষয় নয় - কারণ ভালবাসাটাই আসল।”
advertisement
এরপর বরখা ঋষিকে প্রশ্ন করেন যে, কেন প্রেমিকার উপহারের আঙটি তিনি ডিম্পলকে নিয়ে যেতে দিয়েছিলেন? জবাবে মজা করে ঋষি বলেন, “ডিম্পল রীতিমতো ছিনিয়ে নিয়ে গিয়েছে ওই আঙটি।” এরপর বরখা প্রশ্ন করেন, “সেই কারণেই কি রাজেশ খান্নার প্রতি তিক্ততা তৈরি হয়েছিল মনে?” ঋষি স্বীকার করে নিয়ে বলেন, “অবশ্যই। এর জেরেই তিক্ততা এসেছিল। উনি আমার আঙটি আর নায়িকাকে কেড়ে নিলেন। তাই অবশ্যই এর যথেষ্ট কারণ রয়েছে।”
advertisement