TRENDING:

Maria Sharapova becomes mother : মা হলেন মারিয়া শারাপোভা, জানালেন সন্তানের নামও

Last Updated:

Maria Sharapova becomes mother : ইনস্টগ্রামে তাঁর পোস্টে শারাপোভা এও জানিয়েছেন গত ১ জুলাই তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এ বার মাতৃ্ত্বের ভূমিকায় প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা ৷ পাঁচ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী এবং বিশ্বের প্রাক্তন ১ নম্বর মহিলা টেনিস নিজেই জানিয়েছেন জীবনের নতুন অধ্যায়ের কথা ৷ শুক্রবার তিনি জানান, সদ্যোজাত পুত্রের নাম রেখেছেন ‘থিওডোর’৷ ২০২০ সালের ডিসেম্বরে ৩৫ বছর বয়সি শারাপোভা এবং ৪২ বছরের ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেস তাঁদের বাগদানের কথা ঘোষণা করেন ৷
Maria Sharapova becomes mother
Maria Sharapova becomes mother
advertisement

ইনস্টগ্রামে তাঁর পোস্টে শারাপোভা এও জানিয়েছেন গত ১ জুলাই তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়েছে ৷ তারকার কথায়, ‘‘সবথেকে সুন্দর, চ্যালেঞ্জিং উপহার যা আমার পরিবার চাইতে পারত, তা-ই পেয়েছে৷’’

প্রসঙ্গত গত এপ্রিলে শারাপোভা জানান তিনি অন্তঃসত্ত্বা৷ তিনি বিশ্বের ১০ জন মহিলা টেনিস তারকার মধ্যে একজন যিনি চারটে বড় সিঙ্গলস খেতাব অন্তত এক বার জিতে গ্র্যান্ডস্লাম খেতাব সম্পন্ন করেছেন ৷ ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জয়ী হন শারাপোভা৷ ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮-এ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন খেতাব জয়ী হন তিনি ৷

advertisement

আরও পড়ুন :  প্রেমবার্তায় সুস্মিতার প্যারোডি অ্যাকাউন্টে ট্যাগ! সম্পর্কের আনন্দে ললিত মোদি অত্যন্ত ‘রোমাঞ্চিত’, মত নেটদুনিয়ার

আরও পড়ুন :   গতির আগুনে রবিবার ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন ভয়ানক ইংলিশ পেসার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুধু গ্র্যান্ডস্লামই নয়৷ অলিম্পিক্স পদক থেকেও বঞ্চিত নন শরাপোভা৷ ২০১২ লন্ডন অলিম্পিক্সে তিনি রুপো পান ৷ পরাজিত হন সেরেনা উইলিয়ামসের কাছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Maria Sharapova becomes mother : মা হলেন মারিয়া শারাপোভা, জানালেন সন্তানের নামও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল