ইনস্টগ্রামে তাঁর পোস্টে শারাপোভা এও জানিয়েছেন গত ১ জুলাই তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়েছে ৷ তারকার কথায়, ‘‘সবথেকে সুন্দর, চ্যালেঞ্জিং উপহার যা আমার পরিবার চাইতে পারত, তা-ই পেয়েছে৷’’
প্রসঙ্গত গত এপ্রিলে শারাপোভা জানান তিনি অন্তঃসত্ত্বা৷ তিনি বিশ্বের ১০ জন মহিলা টেনিস তারকার মধ্যে একজন যিনি চারটে বড় সিঙ্গলস খেতাব অন্তত এক বার জিতে গ্র্যান্ডস্লাম খেতাব সম্পন্ন করেছেন ৷ ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জয়ী হন শারাপোভা৷ ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮-এ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন খেতাব জয়ী হন তিনি ৷
advertisement
আরও পড়ুন : গতির আগুনে রবিবার ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন ভয়ানক ইংলিশ পেসার
শুধু গ্র্যান্ডস্লামই নয়৷ অলিম্পিক্স পদক থেকেও বঞ্চিত নন শরাপোভা৷ ২০১২ লন্ডন অলিম্পিক্সে তিনি রুপো পান ৷ পরাজিত হন সেরেনা উইলিয়ামসের কাছে৷