Lalit Modi and Sushmita Sen: প্রেমবার্তায় সুস্মিতার প্যারোডি অ্যাকাউন্টে ট্যাগ! সম্পর্কের আনন্দে ললিত মোদি অত্যন্ত ‘রোমাঞ্চিত’, মত নেটদুনিয়ার

Last Updated:

Lalit Modi and Sushmita Sen: সম্পর্কের ঘোষণাবার্তামূলক ট্যুইটে ললিত মোদি ট্যাগ করেছেন সুস্মিতা সেনের একটি প্যারডি অ্যাকাউন্টে৷ তাঁর আসল অ্যাকাউন্টে নয় !

Lalit Modi and Sushmita Sen
Lalit Modi and Sushmita Sen
ললিত মোদি ও সুস্মিতা সেনের সম্পর্কের ‘সেনসেশন’-এ এখনও মগ্ন সামাজিক মাধ্যম ৷ নেটিজেনরা কার্যত ঈথার সমুদ্রে ডুব দিয়ে বার করে আনছেন পুরনো ট্যুইট থেকে অতীত হ্যাশট্যাগ, যা কোনওসময় জড়িয়ে ছিল সুস্মিতা সেনের সঙ্গে এবং যা অনুসরণ করেছিলেন শিল্পপতি ললিত মোদি ৷ ইতিমধ্যেই ললিতের ‘রিপ্লাই মাই এসএমএস’ ট্যুইটের মিম বেরিয়ে গিয়েছে ৷ এ বার জানা গেল, সম্পর্কের ঘোষণাবার্তামূলক ট্যুইটে ললিত মোদি ট্যাগ করেছেন সুস্মিতা সেনের একটি প্যারডি অ্যাকাউন্টে৷ তাঁর আসল অ্যাকাউন্টে নয় !
দেশান্তরী শিল্পপতির ভুল মুহূর্তের মধ্যে ধরা পড়ে গিয়েছে নেটিজেনদের কাছে ৷ সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক মিম ! নেটনাগরিকদের রসিক মন্তব্য, সম্পর্কের ঘোষণা করতে গিয়ে ললিত মোদি বেশি উত্তেজিত হয়ে পড়েছেন৷ প্রসঙ্গত বৃহস্পতিবার ট্যুইট করে ললিত মোদি লেখেন, ‘‘সপরিবার মলদ্বীপ, সার্ডিনিয়া-সহ বিশ্বসফরের পর সবে ফিরেছি লন্ডনে ৷ অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয় ! অবশেষে জীবনে এক নতুন সূত্রপাত ৷ মনে হচ্ছে চাঁদে রয়েছি৷’’ পরে ললিত সংযোজন করেন তাঁর ট্যুইটে ৷ জানান, বিয়ে হয়নি, তবে তাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন ৷ বিয়েও হবে একদিন ৷ পাশাপাশি, ট্যুইটে সুস্মিতার নামের সঙ্গে ‘বেটারহাফ’ পরিচয় পাল্টে যায় ‘বেটার লুকিং’ পার্টনারে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  শরীর জুড়ে নরম রোদ, দেখুন বিকিনিসুন্দরী ‘দঙ্গলকন্যা’-কে
এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রাক্তন বিশ্বসুন্দরীও৷ ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি আনন্দময় জায়গায় আছেন৷ বিয়ে হয়নি৷ আংটি নেই৷ তাঁকে আবৃত করে আছে নিঃশর্ত ভালবাসা ৷ অনেক কথা বলা হয়ে গিয়েছে৷ এ বার জীবন ও কাজে ফিরতে হবে ৷’’
advertisement
যাঁর তাঁর সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন বরাবর তাঁদের তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন৷ আর যাঁরা সেটা করেননি তাঁদের সেটা মাথাব্যথাও নয় বলে সুস্মিতার মন্তব্য৷ ট্যুইটবার্তার শেষে দুগ্গা দুগ্গা !
advertisement
advertisement
advertisement
তবে ললিত মোদি সত্যিই বাংলার জামাই হবেন কিনা তা নিয়ে সুস্মিতার ঘনিষ্ঠরা কিছু বললেনি৷ তাঁর বাবা জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না৷ প্রাক্তন প্রেমিক রহমান শোল অবশ্য সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি৷ তাঁর কথায়, ‘‘তাঁদের জন্য আনন্দিত হোন না! প্রেম সুন্দর৷ আমি এটুকু বলতে পারি যদি সুস্মিতা কাউকে পছন্দ করেন তাহলে তিনি সত্যিই তাঁর যোগ্য৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lalit Modi and Sushmita Sen: প্রেমবার্তায় সুস্মিতার প্যারোডি অ্যাকাউন্টে ট্যাগ! সম্পর্কের আনন্দে ললিত মোদি অত্যন্ত ‘রোমাঞ্চিত’, মত নেটদুনিয়ার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement