TRENDING:

Team India: বাদ একের পর এক তারকা! পরের বছর টি-২০ বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল?

Last Updated:

Team India: গত টি-২০ বিশ্বকাপে দল থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। ফলে নতুন নেতৃত্বে ও তরুণদের নিয়ে গড়ে উঠছে ভারতীয় দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৪ সালে আইসিসি ট্রফির খরা কেটেছিল ভারতীয় দলের। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় ফের বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে হ্যাটট্রিক আইসিসি শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ভারত। ২০২৪ সালের বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর ‘মেন ইন ব্লু’-র লক্ষ্য টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জয়।
News18
News18
advertisement

গত টি-২০ বিশ্বকাপে দল থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। ফলে নতুন নেতৃত্বে ও তরুণদের নিয়ে গড়ে উঠছে ভারতীয় দল। সূত্র মতে, আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার দলে ফিরতে পারেন। অন্যদিকে, ঋষভ পন্থের খারাপ ফর্ম তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিয়েছে।

advertisement

প্রত্যাশিত দলে সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব ও অভিষেক শর্মার মতো তারকা ক্রিকেটাররা থাকবেন। জসপ্রীত বুমরাহর অংশগ্রহণ নির্ভর করছে ফিটনেস ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার ওপর। বিশ্বকাপের আগে ভারত বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে। প্রস্তুতি ও পারফরম্যান্সের ভিত্তিতেই গড়ে উঠবে চূড়ান্ত স্কোয়াড।

আরও পড়ুনঃ India vs England: ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ৫ পেসার! কারা পাচ্ছেন সুযোগ? থাকছে চমক!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের সম্ভাব্য দল: কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা,সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর।

বাংলা খবর/ খবর/খেলা/
Team India: বাদ একের পর এক তারকা! পরের বছর টি-২০ বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল