India vs England: ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ৫ পেসার! কারা পাচ্ছেন সুযোগ? থাকছে চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England Test series: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সফর দিয়েই শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের স্কোয়াড কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। গ্রীষ্মকালীন সফর হলেও ইংল্যান্ডের উইকেটে পেস অ্যাটাক শক্তিশালী না হলে লড়াই করাটা কঠিন।
জসপ্রীত বুমরাহ চোট সারিয়ে আইপিএলে ফিরেছেন। তবে টানা পাঁচটি টেস্ট খেলার ধকল নিতে পারবেন না। ফলে বুমরাহকে রেস্ট দিয়ে খেলানোর পরিকল্পনা নিতে পারে টিম ম্যানেজমেন্টষ মহম্মদ শামির ফর্মে না থাকা চিন্তা বাড়িয়েছে দলের। এহেন পরিস্থিতি দল নির্বাচন নিয়ে রয়েছে জোর জল্পনা। ভারতীয় দলের পেস অ্যাটাকে কারা সুযোগ পাবেন সেটাই দেখার।
advertisement
তবে মনে করা হচ্ছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের অভিজ্ঞতাতেই আস্থা দেখাবে নির্বাচকরা। জসপ্রীত বুমরাহ ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তিনি আবারও বোলিং ইউনিটের নেতৃত্ব দেবেন। যদিও তার ওপর ওয়ার্ক লোড কমাতে অধিনায়কত্ব দেওয়া নাও হতে পারে। তবুও প্রত্যাশা করা হচ্ছে যে তিনি অস্ট্রেলিয়ার মতই আগুনে স্পেল করবেন।
advertisement
advertisement
মহম্মদ শামি সম্পূর্ণ ফিট হয়েছেন। বুমরাহকে চমৎকারভাবে সহায়তা করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তার ছন্দ কিছুটা হারালেও, ইংল্যান্ডের কন্ডিশন তাকে আবারও আগের ফর্মে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। মহম্মদ সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছিলেন। আইপিএল ২০২৫-এ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং তৃতীয় সিমার হিসেবে দলে ফিরতে পারেন।
advertisement
অতিরিক্ত একজন পেসার হিসেবে যেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। যিনি অভিষেকেই প্রভাব ফেলেছিলেন এবং তার লাল বলে দক্ষতা যথেষ্ট ভালো। তাকে হর্ষিত রানার তুলনায় এই সফরে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফর্ম করছেন এবং পার্পল ক্যাপ জয়ের দৌড়ে আছেন। এছাড়াও অলরাউন্ডার হিসেবে দলের সঙ্গে যেতে পারেন শার্দুল ঠাকুর ও নীতিশ কুমার রেড্ডি। ইংল্যান্ড সফরে ব্যাটে-বলে ভাল পারফর্ম করার রেকর্ড রয়েছে শার্দুলের। অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছিলেন নীতিশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 2:35 PM IST