KKR News: কেকেআর থেকে বাদ ৫ মহাতারকা! এবার আইপিএল থেকে শিক্ষা! ২০২৬-এ বড় বদল নাইটদের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR May Release These 5 Star Players Before IPL 2026: একাধিক তারকা প্লেয়ারকে অনেক আশা করে নেওয়া হলেও তারা নিরাশ করেছে। তাই ২০২৬ আইপিএল মিনি নিলামের আগে একাধিক তারকা প্লেয়ারকে দল থেকে বাদ দিতে পারে কেকেআর।
advertisement
advertisement
advertisement
রিঙ্কু সিং: এই মরশুমে কেকেআর রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছিল। কিন্তু তিনি ১০টি ম্যাচে মাত্র ১৯৭ রান করতে পেরেছেন। উপরন্তু, যেই ব্যাটিং পজিশনে তাকে নামানো হচ্ছে, সেখানে ম্যাচে বড় প্রভাব ফেলার মতো যথেষ্ট বল পাচ্ছেন না। তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায়, তিনিও বাদ পড়ার তালিকায় থাকতে পারেন।
advertisement
advertisement