তাঁর এমন সাফল্যে খুশি পরিবার সহ জেলার ক্রীড়াপ্রেমী মানুষেরা। পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতা, ৮০০ মিটার দৌড়, দেড় হাজার মিটার দৌড়, ৪০০ মিটার রিলে দৌড় ও ১০০ মিটার রিলে দৌড় এই পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন তিনি।
advertisement
জাতীয় স্তরে ভাল খেলার সুবাদে আগামীতে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পেয়েছেন মালদহের এই গৃহবধূ। তাই এখন থেকেই তিনি আবারও শুরু করেছেন অনুশীলন। অধিকাংশ সময় তিনি জেলা পুলিশ লাইন মাঠে অনুশীলন করেন। সুপ্রিয়া দাস ঘোষ বলেন, ‘‘বর্তমানে আমার স্বামী আমার এই খেলাধুলায় সাপোর্ট করেছে। বলে আমি আবার মাঠে ফিরতে পেরেছি। নিয়মিত আমি এখন মাঠে অনুশীলন করছি। আমার এখন লক্ষ্য আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জেতা।’’
মালদহ শহরের বাসিন্দা সুপ্রিয়া দাস ঘোষ। তাঁর স্বামী রাজু ঘোষ একজন পুলিশ কর্মী। পরিবারে রয়েছে দুই সন্তান। এখন দুই সন্তান যথেষ্ট বড় হয়েছে। তাই কিছুটা সময় নিজের জন্য বার করেছেন সুপ্রিয়া দাস ঘোষ। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ঝুঁকি ছিল। স্কুল স্তরে খেলার সময় একাধিক পদক জিতেছিলেন। এমনকি রাজ্যস্তারাও খেলার সুযোগ পেয়েছিলেন সুপ্রিয়া দাস ঘোষ। কিন্তু জাতীয় স্তরে খেলার সুযোগ হয়নি। তারপর বিয়ে হয়ে যায়। বিয়ের প্রায় ১৪ বছর পর আবার তিনি মাঠে ফিরেছেন। সংসারের সমস্ত কাজ সামলে নিয়মিত বিকেল বেলা অনুশীলনে আসেন জেলা পুলিশ লাইন মাঠে। প্রায় চার থেকে পাঁচ মাস ধরে অনুশীলন করছেন। আর তাতেই বাজিমাত জাতীয় স্তরের প্রতিযোগিতায় নেমে পাঁচটি পদক জিতলেন সুপ্রিয়া। এখন তাঁর লক্ষ্য ইন্টারন্যাশনাল গেমে অংশগ্রহণ করা। সেখান থেকেও স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।
Harshit Singha