বিরাটের অনুপস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২৩ রান করেন ৷ ব্যাট হাতে ধামাল দেখান শিখর ধাওয়ান ৷ ১২০ বলে ১২৭ রান করেন তিনি ৷ অর্ধশতরান করেন অম্বাতি রায়ডুও ৷ তাঁর সংগ্রহ ৭০ বলে ৬০ ৷ তবেইংল্যান্ডের মাটির ব্যর্থতা দুবাইতেও কাটাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি ৷ এদিন তিনি খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরত যান ৷
advertisement
৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করে টিম ইন্ডিয়া৷ অর্থাৎ তথাকথিত ‘মিনোস’ দের বিরুদ্ধে ৫০ ওভারেও ৩০০ রান করতে ব্যর্থ তারা ৷
আরও পড়ুন - বৃহস্পতিবার ভারত বনাম , ঠিক ক‘টায় বেরোবেন কাজ থেকে,দেখবেনই বা কোথায়?
টুর্নামেন্টে নিজেদের গ্রুপের সব ম্যাচই দুবাইয়ে খেলবেন রোহিতরা। তবে ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা। রবিবার যে পিচে পাকিস্তান হংকং ম্যাচ হয়েছিল, সেই একই ২২ গজে খেলা। দুবাইয়ের মাঠে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবেননি হংকং অধিনায়ক অংশুমান রথ ৷ ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক ঘটেছে বাঁ হাতি পেসার খলিল আহমেদের ৷