আরও পড়ুন– আইপিএলে এক ম্যাচে তিন কীর্তি ! ‘বিরাট’ মাইলফলক ছুঁলেন কোহলি
লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে এই ম্যাচে আরসিবি ৬ উইকেটে জয়ী হয়ে আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নিয়েছে। ২২৮ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে আরসিবি। হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি। কিন্তু ৫৪ রানে আউট হন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নজির গড়লেন কোহলি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। মাত্র ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। আইপিএলে এই নিয়ে ৬৩টি অর্ধশতরান হয়ে গেল তাঁর। আর কোনও ক্রিকেটার আইপিএলে এতগুলো অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি।
advertisement
চলতি মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন বিরাট কোহলি। একাধিক ভাইরাল ভিডিওতে মঙ্গলবারের ম্যাচে বিরাট-অনুষ্কাকে একে অপরকে ‘ফ্লাইং কিস’ দিতে দেখা গিয়েছে।