আরও পড়ুন: ভেটকি-ইলিশকে দামে টেক্কা দিচ্ছে কই! বাড়ির চৌবাচ্চায় চাষ করে মালামাল হয়ে যান
পদক প্রাপকদের মধ্যে কেউ পঞ্চম শ্রেণির পড়ুয়া আবার কেউ দশম শ্রেণিতে পড়ে। তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন পেশায় সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ। ইংরেজবাজার থানায় কর্তব্যরত তিনি। কাজের ফাঁকে নিয়মিত সকালে এলাকার খুদেদের প্রশিক্ষণ দেন। কোচ অমিত কুমার ঘোষ বলেন, ডিউটির ফাঁকে যেটুকু সময় পাই এলাকার খুদেদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে তাইকোন্ড শেখাই। জাতীয় স্তরে প্রতিযোগিতায় আমার ক্যাম্প থেকে ১০ জন অংশগ্রহণ করেছিল। প্রত্যেকেই সাফল্য পেয়েছে, পদক জিতেছে। আগামীতে আরও ভাল ফলাফল কামনা করছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গত ১৬ ও ১৭ মার্চ দুর্গাপুরে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতা। ওপেন ন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে মালদহের মাধবনগর তাইকোন্ড ইনস্টিটিউটের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে মালদহের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে মোট ১০ টি পদক জিতেছে। তাদের মধ্যে সোনা জিতেছে সুইটি সাহা, সোনাশ্রী মণ্ডল, অদৈত পাল, ঋদ্ধিমা দাস, সোনাক্ষি মণ্ডল ও ঋত্বিকা মণ্ডল। রুপো পেয়েছেন রনি দাস, চিন্ময়ী পাল ও রীমিতা পাল। ব্রোঞ্জ জিতেছে সৃষ্টি মহন্ত। সিভিক ভলেন্টিয়ার কোচের এই সাফল্য বেশ সাড়া ফেলেছে জেলায়।
হরষিত সিংহ