সচিন (Sachin Tendulkar) লিখেছেন , Received this video from a friend…
It's brilliant. The love and passion this little boy has for the game is evident.’’- অর্থাৎ এক বন্ধুর থেকে পেয়েছি ভিডিও, এটা ব্রিলিয়ান্ট, ছেলেটির খেলার জন্য ভালোবাসা ও প্যাশন একেবার পরিষ্কার দেখা যায়৷ নিজের পোস্ট করা ভিডিও-র ট্যাগলাইনে এটি লিখেছেন মাস্টারব্লাস্টার৷
advertisement
এই ভিডিওটি (Viral Video) দেখলেই বোঝা যাবে কেন সচিন তেন্ডুলকর এই ভিডিওটি শেয়ার করেছেন৷ বাচ্চাটি পারফেক্ট ফ্লাইট ও স্পিন করতে পারছেন৷ এমনকি কংক্রিটের রাস্তাতেও সেটা সম্ভব হচ্ছে৷ বড় ছেলেদের চোখে চোখ রেখে বোলিং করছে শিশুটি৷ ব্রেট লি সচিনের এই ভিডিওতে লিখেছেন, শিশুটি খেলতে পারে, তিনি লিখেছেন “The kid can play.”
এছাড়াও রশিদ খান, রণবীর সিংয়ের মতো হেভিওয়েটরাও সচিনের পোস্ট করা এই ভিডিওতে থাকা শিশুটির বোলিং স্কিলের ভূয়সী প্রশংসা করেছেন৷
আরও পড়ুন -IPL 2021Final: স্বামীর দল জিততেই দৌড়ে এসে স্বামী Dhoni-র বুকে ঝাঁপিয়ে পড়লেন সাক্ষী, Viral Video
রণবীর সিং সম্প্রতি ’83 বলে ছবিতে অভিনয় করেছেন৷ ফলে নিজে হাতে করে ছোটবেলার বোলিং স্কিল তাঁকেও ঝালাতে হয়েছে কারণ তিনি কপিলদেবের চরিত্রে৷
আরও পড়ুন - Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan বোল্ড অবতারে বিছানায়, গানের সঙ্গে Viral Video
সচিনের শেয়ার করা ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে এই শিশুটি আর পাঁচজনের থেকে কতটা আলাদা, সে যতবারই উইকেট পাচ্ছে ততবারই অদ্ভুত আনন্দে মেতে উঠছে তাও দেখা যাচ্ছে ভিডিওতে৷
ভারতের মাটিতে এমনিতেই স্পিনারদের জন্য দারুণ৷ বিভিন্ন সময় ধরেই সেই স্পিন বোলিংয়ের স্কিল দাপট দেখিয়েছে আন্তর্জাতিক মঞ্চে৷ সচিনের এই ভিডিও শেয়ার করার মাধ্যমে বার্তা একটাই যে এই কচি স্পিনার যদি সঠিক গাইডেন্স পায় তাহলে নিশ্চিতভাবে আগামীদিনে স্পিনিং সেনসেশন হয়ে উঠতে পারবে৷
সচিন তেন্ডুলকর এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video) হয়েছে৷ ভিডিওগুলির ভিউ কয়েক কোটি ছাড়িয়েছে৷