একদিন আগে পিএসজি -র পক্ষ থেকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে৷ সেখানেও ছিল লিওনেল মেসি (Lionel Messi)৷ আর তারপরেই লিও মেসি করোনা ভাইরাস পজিটিভ (Lionel Messi Covid 19 Positive) হয়েছিলেন৷
advertisement
পিএসজি জানিয়েছে ফুটবলার ছাড়াও করোনা ভাইরাস পজিটিভ (Covid 19 Positive) হয়েছেন একজন স্টাফ মেম্বারও৷ শনিবার রাতে একটি বিবৃতিতে এই খবর জানা গেছে৷ প্রাথমিক ভাবে কারোর নাম সরকারিভাবে জানানো না হলেও রবিবার আবার এক বিবৃতিতে জানানো হয়েছে লিওনেল মেসি (Lionel Messi), হুয়ান বার্নেট (Juan Bernat), ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো( Sergio Rico) , এবং ১৯ বছরের মিডফিল্ডার ন্যাথান বিটুমাজালা (Nathan Bitumazala)৷
পিএসজি তৃতীয় টিয়ারের ভ্যানেস খেলছে
আরও পড়ুন - ‘‘এভাবে আমি আর থাকতে পারব না’’- ডুকরে ডুকরে কেঁদে বলছিলেন Ravichandran Ashwin-র স্ত্রী Priti
গত বছরের রানার আপ মোনাকো গত রবিবার একটি দ্বিতীয় টিয়ারের Quevilly-Rouen -১৩ ম্যাচের একটি শিডিউল রয়েছে৷ ১৩ ম্যাচের একটি একটি যা শেষ ১৬ তে পৌঁছতে সাহায্য করবে৷
আরও পড়ুন - Delhi police injured: কুখ্যাত মাদক চোরাচালানকারীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ
মোনাকো জানিয়েছে শনিবার করোনা ভাইরাস পজিটিভ হয়েছে তাদের ৭ জন প্লেয়ার৷ তাদের কারোর কোনও খারাপ পরিস্থিতি নেই, তবে সবাইকে আইসোলেট করে রাখা হয়েছে৷