ইতিপূর্বে মারাদোনার যে মূর্তি রয়েছে, তার আশপাশেই কোথাও এই মূর্তি উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। মেসির এই নিখুঁত মূর্তি তৈরি ঘিরেও ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। সংশ্লিষ্ট মহলের দাবি লেকটাউনে তৈরি এই মূর্তিটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে পারে।
advertisement
ফলে শুধু কলকাতাই নয়, গোটা দেশবাসীর জন্যই এটি হতে চলেছে গর্বের মুহূর্ত। মেসির সফরের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, ১২ ডিসেম্বর ইতিহাসের সাক্ষী থাকবে কলকাতা। ফুটবল জাদুকর নিজে এসে বিশ্বের সবচেয়ে বড় মূর্তি উন্মোচন করবেন।
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানো হবে। ইডেন গার্ডেনে আর্জেন্টিনিও ফুটবল তারকা লিওনেল মেসির বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানও থাকবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে বিশেষ সংবর্ধনা দিতে পারেন। মেসি সফরের নিরাপত্তার বিষয়টি নিয়েও কলকাতা পুলিশের সঙ্গেও এক প্রস্থ আলোচনা সারা হয়েছে। কলকাতার পাশাপাশি দিল্লিতে ও যাওয়ার কথা রয়েছে মেসির, প্রধানমন্ত্রীর সঙ্গেও হতে পারে দেখা বলে সূত্র মারফত জানা গিয়েছে। ফলে মেসির কলকাতা সফর ঘিরে ধীরে ধীরে ফুটবলপ্রেমীদের মধ্যে চড়তে শুরু করেছে পারদ।
Rudra Narayan Roy