কলকাতায় চূড়ান্ত অব্যবস্থা নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। তিনি বললেন, “আমি মনে করি এটি খুব ভালো সফর ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। আমার মনে হয় আয়োজকরা ভীষণ চাপের মধ্যে ছিলেন। আমরা যা দেখেছি ও শুনেছি, তাতে দেখা গেছে অনেক অপ্রয়োজনীয় ভিআইপি স্টেডিয়ামে এসে মেসিকে ঘিরে ফেলেছিলেন, আর প্রকৃত ভক্তরা তাঁকে দেখতেই পাননি। আমি আশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আয়োজকদের নিশ্চিত করা উচিত যে প্রকৃত ভক্তরা—প্রায় ৮০,০০০ মানুষ যারা দেখতে এসেছিলেন—তাঁরা যেন সত্যিই তাঁদের আদর্শ ও ফুটবল নায়ককে দেখতে পান।
advertisement
আরও পড়ুন- ‘বাংলার জন্য লজ্জাজনক হয়ে থাকল আজকের দিনটি’, যুবভারতীতে গিয়ে মন্তব্য রাজ্যপালের
বাইচুং আরও বলেন, প্রতিটি ভক্তেরই খুবই বিরক্ত হওয়ার কথা। কারণ অনেকেই অনেক দূর থেকে এসেছিলেন। আমরা দেখেছি উত্তর-পূর্ব ভারত থেকেও বহু ভক্ত এসেছিলেন। তাঁরা টাকা খরচ করে মেসিকে দেখতে আসছেন, অনেক মানুষ প্রায় দেবতার মতো পুজো করেন, তাঁরা কিছু অপ্রয়োজনীয়, নিজেদের ভিআইপি বলে দাবি করা লোকের ভিড়ে তাঁকে দেখতে পেলেন না। এটা তো কষ্টের। এই ধরণের ঘটনায় দেশের নাম খারাপ হয়”
