আকাশ ছোঁয়া কনকচুর ধান, পেস্তা, ঘি, ক্ষীর...! মহার্ঘ হতে পারে জয়নগরের 'মোয়া', কত হবে কেজি প্রতি দাম? চমকে যাবেন 'রেট' শুনলে!
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Jaynagar Moa: শুরু হয়ে গিয়েছে মোয়ার মরসুম। জয়নগর-বহড়ুর বিভিন্ন দোকানে মোয়ার বিকিকিনি চালু হয়েছে। তবে মোয়া তৈরির বিভিন্ন উপকরণের অত্যাধিক মূল্য বৃদ্ধি মরশুমের শুরুতেই ভাবাচ্ছে ব্যবসায়ীদের।
advertisement
advertisement
advertisement
advertisement
গুড়ের দাম লিটার প্রতি প্রায় ৪০-৫০ টাকা করে বেড়েছে। অস্বাভাবিক দাম বেড়েছে কিসমিস, পেস্তার। ব্যবসায়ীরা জানান, কিসমিসের দাম গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ৩৬০ টাকা কেজি কিসমিস বর্তমানে ৫২০ টাকা কেজি দরে মিলছে। পেস্তার দাম ২৮০০ টাকা থেকে বেড়ে প্রায় ৩৬০০ টাকা কেজি হয়েছে। ঘি, কাজু-সহ অন্যান্য জিনিসপত্রের দামও আকাশছোঁয়া।
advertisement
বহড়ুর মোয়া ব্যবসায়ী গণেশ দাস বলেন, মরসুমের শুরুতে পুরনো দামেই মোয়া বিক্রি শুরু হয়েছে। তবে যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে, কত দিন একই দাম ধরে রাখা জানি না। মরসুমের মাঝপথেই না দাম বাড়াতে হয়।বহড়ুর আরও এক ব্যবসায়ী বাবলু ঘোষ বলেন, এবার দাম না বাড়ানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অত্যাধিক মূল্য বৃদ্ধিতে সমস্যা হচ্ছে। জয়নগরের মোয়া ব্যবসায়ী বলেন, যে হারে উপকরণের দাম বাড়ছে, মোয়ার দাম বাড়ানো যাচ্ছে না সেভাবে।
advertisement
ইতিমধ্যে জয়নগরে আনাগোনা শুরু হয়েছে মোয়া-প্রেমী লোকজনের। জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মোয়ার দাম বাড়া নিয়ে চিন্তিত তাঁরাও। সম্প্রতি বহড়ুর এক দোকানে মোয়া কিনতে আসা টালিগঞ্জের এক যুবক বলেন, এমনিতেই সবচেয়ে ভাল মানের মোয়ার দাম প্রায় সাড়ে ছ’শো টাকা কেজি। শুনছি আরও দাম বাড়তে পারে। তাহলে সত্যিই আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে।







