TRENDING:

Lionel Messi : কলকাতায় 'বিরক্ত' মেসি খিলখিলিয়ে হাসলেন হায়দরাবাদে গিয়ে! বললেন ঠিক চারটি শব্দ, বড় পাওনা ফুটবলপ্রেমীদের

Last Updated:
Lionel Messi : শনিবার রাত আটটা বেজে ১০ মিনিট নাগাদ উপ্পল স্টেডিয়ামের মাঠে নামেন মেসি। পাসিং দ্য বল খেলেন, লম্বা শটে গোল করেন, বেশ কয়েকবার পায়ে বল নিয়ে তাঁর স্কিল-এর ঝলক দেখান।
advertisement
1/7
কলকাতায় 'বিরক্ত' মেসি খিলখিলিয়ে হাসলেন হায়দরাবাদে গিয়ে! বললেন ঠিক চারটি শব্দ
মেসির অনুষ্ঠানে ধুন্ধুমার। মুখ পুড়ল কলকাতার। মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার। এসবের পর মেসি কিন্তু উড়ে গেলেন হায়দরাবাদ। আর সেখানে গিয়ে দেখা গেল মেসির মুখে হাসি!
advertisement
2/7
মেসিকে ঘিরে কলকাতায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পর অনেকেই আশঙ্কা করেছিলেন, এর পর অন্য শহরগুলিতে আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে আর কোনও অনুষ্ঠান হবে কি না! তবে হায়দরাবাদে মেসিকে ঘিরে উন্মাদনা ছিল চরমে। আর সেখানে কোনওরকম বিশৃঙ্খলাও দেখা যায়নি। গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ মেসি পৌঁছন হায়দরাবাদ। এর পর সন্ধে .৫৭ মিনিটে হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে ঢোকেন মেসি।
advertisement
3/7
উপ্পল স্টেডিয়ামে সেই সময় একটি প্রদর্শনী ম্যাচ চলছিল। মেসি, লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলরা সেই ম্যাচ দেখেন ভিভিআইপি বক্সে বসে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তার পর মাঠে নামেন। একটি গোলও করেন।
advertisement
4/7
শনিবার রাত আটটা বেজে ১০ মিনিট নাগাদ উপ্পল স্টেডিয়ামের মাঠে নামেন মেসি। পাসিং দ্য বল খেলেন, লম্বা শটে গোল করেন, বেশ কয়েকবার পায়ে বল নিয়ে তাঁর স্কিল-এর ঝলক দেখান। এই গোটা সময় মেসির দিকেই নজর ছিল সবার। তাঁকে ঘিরে থাকেননি কেউ। মেসির কাছে ঘেঁষতে দেওয়া হয়নি কাউকে। আর মেসি বোধ হয় সেটাই উপভোগ করছিলেন!
advertisement
5/7
মেসির খুব কাছাকাছি যেতে পারেননি ফটোগ্রাফাররা। এমনকী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও মেসির কাছে ঘেঁষেননি। মেসির খুব কাছে যাওয়ার চেষ্টাও সেখানে করেননি কেউ। ফলে দর্শকরা গোটা সময়টাতে প্রিয় তারকাকে দেখেছেন চোখের সামনে। আর সেটাই ছিল তাঁদের কাছে সব থেকে বড় প্রাপ্তি।
advertisement
6/7
এর পর মাইক হাতে নিয়ে মেসি স্প্যানিশ ভাষার কথাও বলেন। বাংলায় তার সারমর্ম দাঁড়ায়, আপনাদের ভালবাসায় আমি আপ্লুত। বেশ কিছুক্ষণ রাহুল গান্ধির সঙ্গেও কথা বলতে দেখা যায় মেসিকে।
advertisement
7/7
মেসি আরও বলেন, ভারতে আসতে পেরে আমি খুব খুশি। এখানে আসার পর থেকে আপনারা আমাকে আপন করে নিয়েছেন। এত ভালবাসার কথা আমার মনে থাকবে আজীবন।
বাংলা খবর/ছবি/খেলা/
Lionel Messi : কলকাতায় 'বিরক্ত' মেসি খিলখিলিয়ে হাসলেন হায়দরাবাদে গিয়ে! বললেন ঠিক চারটি শব্দ, বড় পাওনা ফুটবলপ্রেমীদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল