TRENDING:

Lionel Messi: হায়দরাবাদে রাজকীয় সংবর্ধনা! রাহুলকে সই করা জার্সি উপহার মেসির, ফুটবল মহাতারকার অভ্যর্থনায় হাজির মুখ্যমন্ত্রী রেবন্ত

Last Updated:

Lionel Messi: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে সংবর্ধনা জানান হল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে৷ কিংবদন্তী ফুটবলারকে সম্মান জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এবং রাহুল গান্ধী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে সংবর্ধনা জানান হল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে৷ কিংবদন্তী ফুটবলারকে সম্মান জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এবং রাহুল গান্ধী৷ কংগ্রেস নেতা নিজের সই করা জার্সি উপহার দিলেন মেসি৷ মেসির পাশাপাশি সংবর্ধনা দেওয়া হল তাঁর দুই সতীর্থ তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল।
হায়দরাবাদে রাজকীয় সংবর্ধনা! রাহুলকে সই করা জার্সি উপহার মেসির, ফুটবল মহাতারকার অভ্যর্থনায় হাজির মুখ্যমন্ত্রী রেবন্ত
হায়দরাবাদে রাজকীয় সংবর্ধনা! রাহুলকে সই করা জার্সি উপহার মেসির, ফুটবল মহাতারকার অভ্যর্থনায় হাজির মুখ্যমন্ত্রী রেবন্ত
advertisement

মেসি কয়েকটি টাচ ও পাস দিয়ে দর্শকদের উন্মাদনায় ভাসিয়ে দেন। এরপর বলটি গ্যালারিতে কিক করে ছুড়ে দেন, যা লুফে নিতে হিসেবে পেতে সমর্থকেরা হুড়োহুড়ি পড়ে যায় রীতিমতো। সুয়ারেজ, দে পল এবং রেড্ডির সঙ্গে মাঠে বল পাস করে তিনি ভক্তদের রোমাঞ্চিত করেন, তারপর বলটি স্ট্যান্ডে পাঠান, যেখানে ভক্তরা তা ধরতে ঝাঁপিয়ে পড়েন।

advertisement

আরও পড়ুন: হায়দরাবাদে বল পায়ে ম্যাজিক দেখালেন মেসি, কলকাতার মনখারাপ, স্বপ্ন পূরণ নিজামের শহরের

কলকাতায় বিশৃঙ্খল সফরের পরই মেসি হায়দরাবাদে আসেন। হায়দরাবাদে গিয়ে বল পায়ে মাঠেও নামেন ফুটবলেন মহাতারকা৷ কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলার আঁচ নিয়ে দুপুরেই হায়দরাবাদের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন মেসি৷

আরও পড়ুন: গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ল! পরীক্ষা কোন মাসে? জানিয়ে দিল SSC

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের আসর থেকে পালিয়ে সটান থানায়, বদলে গেল নাবালিকার জীবন
আরও দেখুন

হায়দরাবাদে গোট কাপ’ নামে একটি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেছেন মেসি৷ হায়দরাবাদে মেসিকে স্বাগত জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি৷ কলকাতায় মেসি সফর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও সেই ছবি তৈরি হয়নি হায়দরাবাদে৷ কলকাতার ঘটনা থেকে আগেই শিক্ষা বেশি সতর্ক হায়দরাবাদ প্রশাসন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: হায়দরাবাদে রাজকীয় সংবর্ধনা! রাহুলকে সই করা জার্সি উপহার মেসির, ফুটবল মহাতারকার অভ্যর্থনায় হাজির মুখ্যমন্ত্রী রেবন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল