এই ম্যাচটি বিরাট কোহলির কেরিয়ারে বিশেষ গুরুত্ব বহন করে। ভাদোদরা ওয়ানডেতে খেলতে নেমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২৮,০০০ রান পূর্ণ করেন। নিজের ৬২৪তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে তিনি বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন। একই সঙ্গে তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই তালিকায় তাঁর সামনে এখন কেবল সচিন তেন্ডুলকরই রয়েছেন।
advertisement
ম্যাচ শেষে সতীর্থ বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেন শ্রেয়স আইয়ার। বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, কোহলির ইনিংস নিয়ে যতই বলা হোক না কেন, তা কমই হবে। দীর্ঘদিন ধরে কোহলিকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। স্ট্রাইক রোটেশন ও বোলারদের উপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে কোহলির দক্ষতা যে আজও অতুলনীয়, সেটিও তুলে ধরেন শ্রেয়স।
আরও পড়ুনঃ সিরিজের মাঝেই দলে বদল, ভারতীয় দলে সুযোগ পেলেন আরও এক গম্ভীর ঘনিষ্ঠ প্লেয়ার!
চোট কাটিয়ে দলে ফেরা শ্রেয়স আইয়ার নিজের অনুভূতিও প্রকাশ করেন। তিনি জানান, জয় দিয়ে সিরিজ শুরু করতে পারা দারুণ অনুভূতির এবং দীর্ঘদিন পর ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি ভীষণ খুশি। অন্যদিকে এই ম্যাচটি বিরাট কোহলির জন্যও স্মরণীয় হয়ে থাকে, কারণ এটি ছিল তাঁর ৩০৯তম ওয়ানডে। এর মাধ্যমে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে ভারতের হয়ে সর্বাধিক ওয়ানডে খেলা খেলোয়াড়দের টপ-৫ তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন।
