TRENDING:

Lionel Messi: ৩১৪৬ কোটি টাকার থেকে ভালবাসাকে বেশি দাম দেবেন মেসি! বার্সাতে প্রত্যাবর্তন লিও-র!

Last Updated:

Lionel Messi: লিওনেল মেসির দল বদল নিয়ে চূড়ান্ত নাটকীয়তা অব্যাহত। ইতিমধ্যেই আল হিলালের তরফে মেসিকে রেকর্ড বার্ষিক ৩১৪৬ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মেসির তাঁর পুরনো ক্লাবে ফেরার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্সেলোনা: লিওনেল মেসির দল বদল নিয়ে চূড়ান্ত নাটকীয়তা অব্যাহত। ২ বছরের পিএসজি অধ্যায় শেষ করার পর আর্জেন্টাইন বিশ্বজয়ীর পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে তা নিয়ে আলোচনা ফুটবল বিশ্ব জুড়ে। মেসির পরবর্তী গন্তব্য সৌদি আরবের ক্লাব আল হিলাল হতে চলেছে বলেও দাবি করা হয়েছিল স্প্যানিশ সংবাদ মাধ্যমের তরফে। ইতিমধ্যেই আল হিলালের তরফে মেসিকে রেকর্ড বার্ষিক ৩১৪৬ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। মনে করা হচ্ছিল রোনাল্ডোর পথেই পা বাড়াবেন মেসিও।
advertisement

কিন্তু ফের পট পিবর্তন হল মেসির দলবদলের। এবার শোনা যাচ্ছে সৌদি আরব নয়, মেসির গন্তব্য হতে পারে স্পেনে। ফের নিজের ছোট বেলার ক্লাব, ভালবাসার ক্লাব বার্সাতেই যেতে পারেন মেসি। আর্জেন্টাইন তারকা নাকি নিজেও বার্সেলোনাতে ফিরতে চান। এই বিষয় অন্য কেউ নয়, জানিয়েছেন মেসির বাবা ও এজেন্ট জর্জে মেসি। ইতিমধ্যেই, বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার বাড়িতে জর্জে মেসির সঙ্গে বৈঠকও হয়েছে। সেই বৈঠক ইতিবাচক বলে জানা যাচ্ছে।

advertisement

লিওনেল মেসির বাবা এই বিষয়ে সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন,“লিও বার্সেলোনাতে ফিরতে চায়। আমারও ভাল লাগবে ও বার্সেলোনায় ফিরলে। আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনা একটা বিকল্প তো বটেই। কিন্তু লিয়োর ভবিষ্যৎ কয়েক দিন পরেই জানা যাবে।” তবে বার্সা ছাড়ার ক্ষেত্রে বড় কারণ ছিল লা লিগার আইন। যেখানে মেসিকে তত টাকা দেওয়া যেত না। এবারও টাকার অঙ্ক নিয়ে একটা জটিলতা রয়েছে। তবে আল হিলালের প্রসতাবের তিন ভাগের এক ভাগ টাকা হলেও মেসি পুরনো ক্লাবে যেতে রাজি হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

advertisement

আরও পড়ুনঃ WTC Final 2023, IND vs AUS: কোন নিয়মে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কার সুবিধা বেশি, ড্র হলে জিতবে কে, রইল সব নিয়ম

আরও পড়ুনঃ WTC Final 2023, IND vs AUS: এবার অস্ট্রলিয়াকে নিয়ে কোহলি প্রতিক্রিয়া ভাইরাল, প্রতিপক্ষকে বুঝিয়ে দিলেন ভারতের শক্তি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২১ সালে চোখের জলে বার্সার সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন মেসি। বিদায় বেলায় ২২ বছরের সম্পর্ক ছেদে মেসির আবেগ মন ছুঁয়ে গিয়েছিল সকলের। তবে বার্সা ছাড়লেও স্প্যানিশ ক্লাব যে তাঁর রক্তে রয়েছে, মনে রয়েছে সে কথা বারবার বলেছেন। বর্তমানে বার্সার কোচ ও মেসির একদা সতীর্থ জাভিও মনে প্রাণে চাইছেন লিও প্রত্যাবর্তন। মেসি ও জাভির সম্পর্কও খুব ভাল। এখন শেষ পর্যন্ত কোন ক্লাবে যান মেসি সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: ৩১৪৬ কোটি টাকার থেকে ভালবাসাকে বেশি দাম দেবেন মেসি! বার্সাতে প্রত্যাবর্তন লিও-র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল