কিন্তু ফের পট পিবর্তন হল মেসির দলবদলের। এবার শোনা যাচ্ছে সৌদি আরব নয়, মেসির গন্তব্য হতে পারে স্পেনে। ফের নিজের ছোট বেলার ক্লাব, ভালবাসার ক্লাব বার্সাতেই যেতে পারেন মেসি। আর্জেন্টাইন তারকা নাকি নিজেও বার্সেলোনাতে ফিরতে চান। এই বিষয় অন্য কেউ নয়, জানিয়েছেন মেসির বাবা ও এজেন্ট জর্জে মেসি। ইতিমধ্যেই, বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার বাড়িতে জর্জে মেসির সঙ্গে বৈঠকও হয়েছে। সেই বৈঠক ইতিবাচক বলে জানা যাচ্ছে।
advertisement
লিওনেল মেসির বাবা এই বিষয়ে সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন,“লিও বার্সেলোনাতে ফিরতে চায়। আমারও ভাল লাগবে ও বার্সেলোনায় ফিরলে। আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনা একটা বিকল্প তো বটেই। কিন্তু লিয়োর ভবিষ্যৎ কয়েক দিন পরেই জানা যাবে।” তবে বার্সা ছাড়ার ক্ষেত্রে বড় কারণ ছিল লা লিগার আইন। যেখানে মেসিকে তত টাকা দেওয়া যেত না। এবারও টাকার অঙ্ক নিয়ে একটা জটিলতা রয়েছে। তবে আল হিলালের প্রসতাবের তিন ভাগের এক ভাগ টাকা হলেও মেসি পুরনো ক্লাবে যেতে রাজি হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
২০২১ সালে চোখের জলে বার্সার সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন মেসি। বিদায় বেলায় ২২ বছরের সম্পর্ক ছেদে মেসির আবেগ মন ছুঁয়ে গিয়েছিল সকলের। তবে বার্সা ছাড়লেও স্প্যানিশ ক্লাব যে তাঁর রক্তে রয়েছে, মনে রয়েছে সে কথা বারবার বলেছেন। বর্তমানে বার্সার কোচ ও মেসির একদা সতীর্থ জাভিও মনে প্রাণে চাইছেন লিও প্রত্যাবর্তন। মেসি ও জাভির সম্পর্কও খুব ভাল। এখন শেষ পর্যন্ত কোন ক্লাবে যান মেসি সেটাই দেখার।