এমনই এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ক্রিকেটবিশ্বের এক কিংবদন্তি। তবে সেই কিংবদন্তির কেরিয়ার তাঁর মৃত্যুর আগে কালিমালিপ্ত হয়েছিল। তিনি হ্যান্সি ক্রোনিয়ে।
২০০২ সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ক্রোনিয়ে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। ক্রোনিয়ের মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে, তখন সারা বিশ্ব হতবাক হয়ে যায়। তিনি AirQuarius কার্গো ফ্লাইটে ছিলেন যা Outeniqua পর্বতমালার Cradock শৃঙ্গে বিধ্বস্ত হয়েছিল।
advertisement
এই দুর্ভাগ্যজনক ঘটনার ২৩ বছর পেরিয়ে গিয়েছে। এক শনিবার সকালে ক্রোনিয়ের প্রাণ কেড়ে নিয়েছিল সেই বিমান দুর্ঘটনা। ২০০০ সালে দুর্ভাগ্যজনক মৃত্যুর ২ বছর আগে ক্রোনিয়ে ম্যাচ-ফিক্সিংয়ের কথা স্বীকার করেছিলেন। King’s Commission-এর সামনে সেই স্বীকারোক্তি তাঁরে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করেছিল।
আরও পড়ুন- ”ওর মতো ক্রিকেটারকে নিল না!”, সৌরভ অবাক! ইংল্যান্ড সফরে ভারতীয় দল নিয়ে বড় দাবি দাদার
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্রোনিয়ে একটি ফ্লাইট মিস করেছিলেন (৩১ মে ২০০২ শুক্রবার সন্ধ্যায়), কারণ তিনি Swaziland-এ একটি ব্যবসায়িক সভা থেকে বেরোতে দেরি করে ফেলেছিলেন।
ক্রোনিয়ে ফ্লাইট মিস করায় অস্থির এবং উদ্বিগ্ন ছিলেন সেদিন। তিনি বিকল্প ব্যবস্থা খুঁজছিলেন। এর পর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক একটি ছোট চার্টার এয়ারলাইন AirQuarius-এ বাড়ি ফেরার উপায় খুঁজে পেয়েছিলেন। কিন্তু এটি শুধুমাত্র সিঙ্গল যাত্রীদের তাদের কার্গো প্লেনে সফর করার অনুমতি দেয়।
সেই বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ক্রোনিয়ের মৃত্যুর আসল কারণ আজও রহস্য। অনেকে তাঁর মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে বলও দাবি করেন। তাঁর অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জাত চেনায়। তিনি মাত্র ২৪ বছর বয়সে তাঁর দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ৫৩টি টেস্টে ২৭টি জয় দেখেছিল।