Sourav Ganguly: ''ওর মতো ক্রিকেটারকে নিল না!'', সৌরভ অবাক! ইংল্যান্ড সফরে ভারতীয় দল নিয়ে বড় দাবি দাদার

Last Updated:
Sourav Ganguly On Team India- ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সৌরভ আবার ঋষভ পন্থকে নিয়েও আশাবাদী। পন্থকে এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭ ইনিংসে তাঁর রান ৫৫৬।
1/6
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে উৎসাহী সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নচুন ক্যাপ্টেনের নেতৃত্বে বিদেশে টেস্ট খেলবে ভারতীয় দল। দাদা তাই বাড়িত উৎসাহী। তবে এরই মধ্যে ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্নও তুলে দিলেন সৌরভ।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে উৎসাহী সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নচুন ক্যাপ্টেনের নেতৃত্বে বিদেশে টেস্ট খেলবে ভারতীয় দল। দাদা তাই বাড়িত উৎসাহী। তবে এরই মধ্যে ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্নও তুলে দিলেন সৌরভ।
advertisement
2/6
এই টেস্ট দলে শ্রেয়স আইয়ারকে অন্তর্ভুক্ত না করায় সৌরভ বেশ অবাক। তিনি বললেন, গত এক বছর ধরে সেরা ফর্মে আছে। ওর দলে থাকা উচিত ছিল। ওর বাদ পড়া উচিত হয়নি। চাপের মুখে ভাল খেলছে, দায়িত্ব নিচ্ছে, শর্ট বলও ভাল খেলছে। টেস্ট ক্রিকেট আলাদা হলেও, আমি হলে ওকে এই সিরিজে দলে রাখতাম।
এই টেস্ট দলে শ্রেয়স আইয়ারকে অন্তর্ভুক্ত না করায় সৌরভ বেশ অবাক। তিনি বললেন, গত এক বছর ধরে সেরা ফর্মে আছে। ওর দলে থাকা উচিত ছিল। ওর বাদ পড়া উচিত হয়নি। চাপের মুখে ভাল খেলছে, দায়িত্ব নিচ্ছে, শর্ট বলও ভাল খেলছে। টেস্ট ক্রিকেট আলাদা হলেও, আমি হলে ওকে এই সিরিজে দলে রাখতাম।
advertisement
3/6
বিরাট এবং রোহিতের মতো দু'জন তারকা টেস্টে নেই। ফলে সৌরভ হয়তো শ্রেয়সে ভারতীয় দলের মিডল অর্ডারে দেখতে চেয়েছিলেন! ইংল্যান্ড সফরের দল ঘোষণা হয়েছিল আইপিএল চলাকালীনই। তখন শ্রেয়স হয়তো নিজের নাম না দেখে হতাশই হয়েছিলেন!
বিরাট এবং রোহিতের মতো দু'জন তারকা টেস্টে নেই। ফলে সৌরভ হয়তো শ্রেয়সে ভারতীয় দলের মিডল অর্ডারে দেখতে চেয়েছিলেন! ইংল্যান্ড সফরের দল ঘোষণা হয়েছিল আইপিএল চলাকালীনই। তখন শ্রেয়স হয়তো নিজের নাম না দেখে হতাশই হয়েছিলেন!
advertisement
4/6
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ঋষভ পন্থকে নিয়েও আশাবাদী। পন্থকে এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭ ইনিংসে তাঁর রান ৫৫৬।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সৌরভ আবার ঋষভ পন্থকে নিয়েও আশাবাদী। পন্থকে এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭ ইনিংসে তাঁর রান ৫৫৬।
advertisement
5/6
পন্থকে নিয়ে সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ায় ও যেরকম খেলেছে, আমার ভাল লাগেনি। প্রচুর শট খেলেছে। বল এলেই ব্যাট ঘুরিয়েছে। কিন্তু যেখানে বল ঘুরছে, সেখানে এভাবে ব্যাট চালানো উচিত নয়। ওর ডিফেন্স খুবই ভাল। তাই আরও লড়াই করা উচিত। আমি চাই ও সেভাবে খেলুক। তাতে খারাপ দেখতে লাগুক। কিন্তু সব বলে ব্যাট চালানোর দরকার নেই। আমি জানি ও স্ট্রোক খেলতে ভালবাসে, সেটাই ওর শক্তি। কিন্তু পরিস্থিতি বুঝে খেলতে হবে।
পন্থকে নিয়ে সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ায় ও যেরকম খেলেছে, আমার ভাল লাগেনি। প্রচুর শট খেলেছে। বল এলেই ব্যাট ঘুরিয়েছে। কিন্তু যেখানে বল ঘুরছে, সেখানে এভাবে ব্যাট চালানো উচিত নয়। ওর ডিফেন্স খুবই ভাল। তাই আরও লড়াই করা উচিত। আমি চাই ও সেভাবে খেলুক। তাতে খারাপ দেখতে লাগুক। কিন্তু সব বলে ব্যাট চালানোর দরকার নেই। আমি জানি ও স্ট্রোক খেলতে ভালবাসে, সেটাই ওর শক্তি। কিন্তু পরিস্থিতি বুঝে খেলতে হবে।
advertisement
6/6
এদিকে, বর্ডার গাভাসকর ট্রফিতে ৯ ম্যাচে ২৫৫ রান করেছিলেন পন্থ। বেহিসেবি শট খেলার জন্য সমালোচনা হয়েছিল তাঁকে নিয়ে।গাভাসকর তার শট সিলকশন দেখে স্টুপিড বলে বসেছিলেন।
এদিকে, বর্ডার গাভাসকর ট্রফিতে ৯ ম্যাচে ২৫৫ রান করেছিলেন পন্থ। বেহিসেবি শট খেলার জন্য সমালোচনা হয়েছিল তাঁকে নিয়ে।গাভাসকর তার শট সিলকশন দেখে স্টুপিড বলে বসেছিলেন।
advertisement
advertisement
advertisement