Sourav Ganguly: ''ওর মতো ক্রিকেটারকে নিল না!'', সৌরভ অবাক! ইংল্যান্ড সফরে ভারতীয় দল নিয়ে বড় দাবি দাদার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly On Team India- ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সৌরভ আবার ঋষভ পন্থকে নিয়েও আশাবাদী। পন্থকে এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭ ইনিংসে তাঁর রান ৫৫৬।
advertisement
advertisement
advertisement
advertisement
পন্থকে নিয়ে সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ায় ও যেরকম খেলেছে, আমার ভাল লাগেনি। প্রচুর শট খেলেছে। বল এলেই ব্যাট ঘুরিয়েছে। কিন্তু যেখানে বল ঘুরছে, সেখানে এভাবে ব্যাট চালানো উচিত নয়। ওর ডিফেন্স খুবই ভাল। তাই আরও লড়াই করা উচিত। আমি চাই ও সেভাবে খেলুক। তাতে খারাপ দেখতে লাগুক। কিন্তু সব বলে ব্যাট চালানোর দরকার নেই। আমি জানি ও স্ট্রোক খেলতে ভালবাসে, সেটাই ওর শক্তি। কিন্তু পরিস্থিতি বুঝে খেলতে হবে।
advertisement