TRENDING:

Lata Mangeshkar Demises: লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট দল, ১০০০তম ম্যাচে শ্রদ্ধাজ্ঞাপন সুর সম্রাজ্ঞীকে

Last Updated:

লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mageshkar Death) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ১০০০ তম ম্যাচের (1000 ODI) আগে শ্রদ্ধাজ্ঞাপন করে নিলেন৷ পুরো ম্যাচে ভারতীয় ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরে খেলবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: ভারত বনাম ওয়েস্টইন্জিজ (Ind vs WI) ম্যাচ ঘিরে আগে থেকে ছিল উন্মাদনা ছিল৷ কিন্তু সে উন্মাদনা ছিল আনন্দের৷ কিন্তু হঠাৎই  রবিবার সকালে এল চরম দুঃখের খবর৷ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকের ছায়া নেমে আসে৷ আর লতা মঙ্গেশকরের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সম্পর্কও খুবই গভীর৷ চিরকালই ক্রিকেট খুব হৃদয়ের কাছে লতাজী-র৷ ভারতীয় ক্রিকেটের ম্যাচ থাকলে কখনই মিস করতেন না তিনি৷  কপিল -গাভাসকরের জমানা থেকে সচিন -ধোনি হয়ে বিরাট-রোহিত সকলের সঙ্গেই সম্পর্ক গভীর ছিল লতা মঙ্গেশকরের (Lata Mageshkar Death)৷
Lata Mangeshkar Demises: Indian Cricket Team pays tribute to Lata Mangeshkar during their 1000 ODI- Photo Courtesy- BCCI/Twitter
Lata Mangeshkar Demises: Indian Cricket Team pays tribute to Lata Mangeshkar during their 1000 ODI- Photo Courtesy- BCCI/Twitter
advertisement

তাই লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mageshkar Death) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI)  ১০০০ তম ম্যাচের (1000 ODI) আগে শ্রদ্ধাজ্ঞাপন করে নিলেন৷ পুরো ম্যাচে ভারতীয় ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরে খেলবেন৷

এদিকে এদিন ভারত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ম্যাচ ভারতের ১০০০ তম একদিনের ম্যাচ (1000 ODI)৷ এই ম্যাচে টসে জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)৷ টসে জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷

advertisement

আরও পড়ুন - Lata Mangeshkar Demise: লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে ডুবে ক্রিকেট দুনিয়া, বিরাট থেকে জয় শাহ সকলেই করলেন ট্যুইট

দেখে নিন ভারত নিজের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচে কাদের নিয়ে প্রথম একাদশ সাজাল৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ভারত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ৷ তবে ৬ ফেব্রুয়ারির এই ম্যাচ ভারত তথা ক্রিকেট ইতিহাসের মাইলস্টোন ম্যাচ কারণ ভারত (Indian Cricket Team ) নিজেদের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচ খেলবে ,যা একদিনের ক্রিকেট ইতিহাসে কোনও দলেরই প্রথম নজির৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ম্যাচে এই নজির হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lata Mangeshkar Demises: লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট দল, ১০০০তম ম্যাচে শ্রদ্ধাজ্ঞাপন সুর সম্রাজ্ঞীকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল