তাই লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mageshkar Death) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ১০০০ তম ম্যাচের (1000 ODI) আগে শ্রদ্ধাজ্ঞাপন করে নিলেন৷ পুরো ম্যাচে ভারতীয় ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরে খেলবেন৷
এদিকে এদিন ভারত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ম্যাচ ভারতের ১০০০ তম একদিনের ম্যাচ (1000 ODI)৷ এই ম্যাচে টসে জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)৷ টসে জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷
দেখে নিন ভারত নিজের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচে কাদের নিয়ে প্রথম একাদশ সাজাল৷
ভারত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ৷ তবে ৬ ফেব্রুয়ারির এই ম্যাচ ভারত তথা ক্রিকেট ইতিহাসের মাইলস্টোন ম্যাচ কারণ ভারত (Indian Cricket Team ) নিজেদের ১০০০তম একদিনের (1000 ODI) ম্যাচ খেলবে ,যা একদিনের ক্রিকেট ইতিহাসে কোনও দলেরই প্রথম নজির৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) ম্যাচে এই নজির হবে৷