এবার মিনি ডার্বি হারল ইস্টবেঙ্গল। একইসঙ্গে কলকাতা লিগও প্রায় হাতছাড়া হওয়ার মতো পরিস্থিতি। কলকাতা লিগ জয়ের কাছাকাছি পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং।
১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট মহামেডানের। ইস্টবেঙ্গল ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট। ইস্টবেঙ্গল কিন্তু মহামেডানের থেকে এক ম্যাচ কম খেলেছে। তাতেও কোনও অসুবিধা হবে না মহামেডানের। কারণ দুই দলের পয়েন্টের পার্থক্য ৫। ফলে ইস্টবেঙ্গল ও মহামেডান দুই দলই পরের ম্যাচ জিতলেও এগিয়ে থাকবে সাদা-কালো বাহিনী।
advertisement
আরও পড়ুন- পাকিস্তানের হিন্দু ক্রিকেটার বিস্ফোরক,বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে তুললেন প্রশ্ন
এদিন জোড়া গোল করেন মহামেডানের ডেভিড। মিনি ডার্বিতে ইস্টবেঙ্গলের উপর শুরু থেকে চাপ বজায় রেখেছিল মহামেডান। ডেভিড যেন এবার কলকাতা লিগে স্বপ্নের ফর্মে রয়েছেন। মোট ১৭টি গোল করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন- বিশ্বকাপের আগে ভারতীয় তারকা ক্রিকেটারের পক্ষ থেকে বড় সুখবর, স্বস্তিতে ভারত
মহমেডানের কাছে ২-১ গোলে হেরে কলকাতা লিগ কার্যত হাতছাড়া লাল-হলুদের। এদিন আইএসএলের আট জন ফুটবলারকে খেলিয়েও জিততে ব্যর্থ ইস্টবেঙ্গল। কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের দিকে আরো একধাপ এগিয়ে গেল মহমেডান।
এদিন ম্যাচ শেষে দুই দলের ফুটবলাররা পরস্পরের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি হাতের নাগালের বাইরে যাওয়ার আগে সামলে দেন রেফারি, মাঠে উপস্থিত কর্তারা।