World Cup: বিশ্বকাপের আগে ভারতীয় তারকা ক্রিকেটারের পক্ষ থেকে বড় সুখবর, স্বস্তিতে টিম ইন্ডিয়া

Last Updated:

World Cup: দিন দুয়েকের মধ্যেই ভারত বনাম অস্ট্রেলিয়া৷ এরপরেই বিশ্বকাপ৷ ফলে ভারতীয় দলের তারকা এবং সিনিয়র পেসার পুরোপুরি ঝামেলামুক্ত হলে সকলেরই লাভ৷

এশিয়া কাপ সেরেই শহরে ভারতীয় ক্রিকেট তারকা
এশিয়া কাপ সেরেই শহরে ভারতীয় ক্রিকেট তারকা
কলকাতা: এশিয়া কাপ সেরেই শহরে এসেছিলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। ২০১৮ -তে স্ত্রী হাসিন জাহানের দায়ের করা একটি বধূ নির্যাতন মামলার পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন তিনি। আর তাঁর জামিনে তিনি নিজে যেমন স্বস্তি পেলেন, ঠিক ততটাই স্বস্তি পেল টিম ইন্ডিয়া৷ দিন দুয়েকের মধ্যেই ভারত বনাম অস্ট্রেলিয়া৷ এরপরেই বিশ্বকাপ৷ ফলে ভারতীয় দলের তারকা এবং সিনিয়র পেসার পুরোপুরি ঝামেলামুক্ত হলে সকলেরই লাভ৷
মূলত জামিনের আবেদন নিয়েই আজ আদালতে হাজিরা দেন শামি। তিনি এবং তার দাদা হাসিব আহমেদ, দুজনেরই জামিন মঞ্জুর করে আদালত। আসন্ন বিশ্বকাপের আগে এই মামলায় জামিন অনেকটাই স্বস্তি দিল ভারতীয় ক্রিকেট দলের এই তারকাকে। তবে জামিন নেওয়ার পদ্ধতি নিয়ে বিস্তর নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকে আলিপুর আদালতের এসিজেএমের এজলাস।
advertisement
advertisement
সকালে আদালতে সশরীরে হাজিরা দিয়ে বিচারকের সামনে তিনি উপস্থিত থাকলেও, দুপুরের দিকে তাকে আর দেখতে পাওয়া যায়নি আদালত চত্বরে। কার্যত এই বিষয়টি নিয়েই জলঘোলা শুরু করেন হাসিন জাহানের আইনজীবীরা। কেন তিনি জামিনের শুনানির সময় আদালত কক্ষে হাজিরা দেবেন না, সেই প্রশ্নই বারবার করে আদালতের সামনে তুলে ধরেন তারা। আদালতের তরফে তাকে ফের একবার হাজিরা দেওয়ানোর কথা বলা হয়। মঙ্গলবার বিকেলে ফের একবার আদালত চত্বরে আসেন এই তারকা। পেছনের দরজা দিয়ে আদালত কক্ষে ঢুকে মাত্র ২৫ সেকেন্ড আদালত কক্ষে হাজিরা দিয়েই ফের সেখান দিয়েই বেরিয়ে গিয়ে ট্যাক্সিতে উঠে যান তিনি। তার হাজিরার কিছুক্ষণের মধ্যেই তার জামিনের আবেদন মঞ্জুর করা হয় আদালতের পক্ষ থেকে।
advertisement
তাঁর এবং তাঁর দাদার দুজনেরই জামিনের আবেদন ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময় মঞ্জুর করে আদালত। মহম্মদ শামির আইনজীবী সেলিম রহমান জানিয়েছেন যে, শামি ও তাঁর দাদা আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেছিলেন।
তা মঞ্জুর করেছে আদালত। গার্হস্থ্য হিংসার অভিযোগে ২০১৮ সালে শামির বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন তাঁর স্ত্রী হাসিন। যদিও হাসিনের অভিযোগ অস্বীকার করেছিলেন শামি। প্রায় চার বছর ধরে মামলাটি বিচারাধীন রয়েছে। তবে মঙ্গলবার তার জামিন মঞ্জুর হওয়ায় বিশ্বকাপের আগে যথেষ্ট স্বস্তি পেলেন ভারতীয় ক্রিকেট তারকা।
advertisement
Sanhyik Ghosh
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup: বিশ্বকাপের আগে ভারতীয় তারকা ক্রিকেটারের পক্ষ থেকে বড় সুখবর, স্বস্তিতে টিম ইন্ডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement