পাকিস্তানের হিন্দু ক্রিকেটার বিস্ফোরক, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে তুললেন বড় প্রশ্ন

Last Updated:

ইউটিউব চ্যানেলে দানিশ কানেরিয়া বলেছেন, “শাহিন  শাহ আফ্রিদি পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য একজন ক্রিকেটার৷’’

পাকিস্তানের হিন্দু ক্রিকেটার বিস্ফোরক, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে তুললেন বড় প্রশ্ন
পাকিস্তানের হিন্দু ক্রিকেটার বিস্ফোরক, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে তুললেন বড় প্রশ্ন
ইসলামাবাদ: এশিয়া কাপে হতাশ হতে হয়েছে পাকিস্তান দলকে। ফাইনাল  উঠতে পারেনি তার দল। শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ফাইনালের টিকিট না পাওয়ার  হারের পর বাবর আজমের সমালোচনা করেছেন একাধিক তারকা ক্রিকেটার। ফ্যানরাও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। এদিকে বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা  ক্রিকেটার। পাক দলের হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া৷  তিনি সওয়াল করেছেন শাহীন শাহ আফ্রিদিকে পাকিস্তানের নেতৃত্ব দেওয়া উচিত।
ইউটিউব চ্যানেলে দানিশ কানেরিয়া বলেছেন, “শাহিন  শাহ আফ্রিদি পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য একজন ক্রিকেটার৷’’ তিনি আরও বলেছেন,  ‘‘তাঁর মধ্যে সেই আগ্রাসন রয়েছে। ছেলেটির চোখেও সেই  আগ্রাসন দেখা যায়। এটি এমন একটি গুণ যা একজন অধিনায়কের মধ্যে  থাকা উচিত। আপনি তাঁর পাকিস্তান সুপার লিগে পারফরম্যান্সও দেখতে পারেন।  তিনি লাহোর কালান্দার্সের হয়ে এই পারফরম্যান্স করেছিলেন।’’
advertisement
advertisement
কানেরিয়া আরও বলেন, “আমাদের চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন বাবর আজম ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকবেন। আমি মনে করি, বিশ্বকাপের পর অবিলম্বে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা উচিত। আপনি ভারতের দিকে দেখুন, তারা এক ম্যাচে বুমরাহকে খেলায়নি, যে সময়ে এটি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু বাবর আজম তা করেননি।  তাঁর অধিনায়কত্ব বাজে৷’’ তিনি এটাই জানিয়েছেন অধিনায়কের ভুল সিদ্ধান্তের কারণেই  পাকিস্তানের কিছু কার্যকারী বোলার হ্যারিস রউফ, নাসিম শাহ ইনজুরিতে পড়েন।
advertisement
একাধিক সমালোচক  বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুললেও এই নিয়ে আদৌ কোনও চিন্তাভাবনা চলছে কিনা সে  বিষয়ে কিছু সামনে আসেনি। বিশ্বকাপের পরও দলকে নেতৃত্ব দিতে পারেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে পাকিস্তানের। এখনো দল ঘোষণা করেননি তিনি। শিগগিরই তিনি তা ঘোষণা করবেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানের হিন্দু ক্রিকেটার বিস্ফোরক, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে তুললেন বড় প্রশ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement