পাকিস্তানের হিন্দু ক্রিকেটার বিস্ফোরক, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে তুললেন বড় প্রশ্ন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইউটিউব চ্যানেলে দানিশ কানেরিয়া বলেছেন, “শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য একজন ক্রিকেটার৷’’
ইসলামাবাদ: এশিয়া কাপে হতাশ হতে হয়েছে পাকিস্তান দলকে। ফাইনাল উঠতে পারেনি তার দল। শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ফাইনালের টিকিট না পাওয়ার হারের পর বাবর আজমের সমালোচনা করেছেন একাধিক তারকা ক্রিকেটার। ফ্যানরাও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। এদিকে বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার। পাক দলের হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া৷ তিনি সওয়াল করেছেন শাহীন শাহ আফ্রিদিকে পাকিস্তানের নেতৃত্ব দেওয়া উচিত।
ইউটিউব চ্যানেলে দানিশ কানেরিয়া বলেছেন, “শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য একজন ক্রিকেটার৷’’ তিনি আরও বলেছেন, ‘‘তাঁর মধ্যে সেই আগ্রাসন রয়েছে। ছেলেটির চোখেও সেই আগ্রাসন দেখা যায়। এটি এমন একটি গুণ যা একজন অধিনায়কের মধ্যে থাকা উচিত। আপনি তাঁর পাকিস্তান সুপার লিগে পারফরম্যান্সও দেখতে পারেন। তিনি লাহোর কালান্দার্সের হয়ে এই পারফরম্যান্স করেছিলেন।’’
advertisement
আরও পড়ুন – World Cup: বিশ্বকাপের আগে ভারতীয় তারকা ক্রিকেটারের পক্ষ থেকে বড় সুখবর, স্বস্তিতে টিম ইন্ডিয়া
advertisement
কানেরিয়া আরও বলেন, “আমাদের চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন বাবর আজম ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকবেন। আমি মনে করি, বিশ্বকাপের পর অবিলম্বে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা উচিত। আপনি ভারতের দিকে দেখুন, তারা এক ম্যাচে বুমরাহকে খেলায়নি, যে সময়ে এটি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু বাবর আজম তা করেননি। তাঁর অধিনায়কত্ব বাজে৷’’ তিনি এটাই জানিয়েছেন অধিনায়কের ভুল সিদ্ধান্তের কারণেই পাকিস্তানের কিছু কার্যকারী বোলার হ্যারিস রউফ, নাসিম শাহ ইনজুরিতে পড়েন।
advertisement
একাধিক সমালোচক বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুললেও এই নিয়ে আদৌ কোনও চিন্তাভাবনা চলছে কিনা সে বিষয়ে কিছু সামনে আসেনি। বিশ্বকাপের পরও দলকে নেতৃত্ব দিতে পারেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে পাকিস্তানের। এখনো দল ঘোষণা করেননি তিনি। শিগগিরই তিনি তা ঘোষণা করবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 1:00 PM IST