'তোমার আলোয় আমি শিখেছি, কী ভাবে ভালো বাসতে হয়।' ইনস্টাগ্রামে বিশেষ মুহূর্তের বিয়ের ছবি শেয়ার করে এমনটাই লিখলেন আথিয়া শেট্টি। দীর্ঘদিন ধরেই প্রেম পর্ব চলছিল তাঁদের। কবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন, সেই নিয়েও ছিল নানা গুঞ্জন। অবশেষে চার হাত এক হল।
লোকেশ রাহুলের ক্রিকেট কেরিয়ারে এখন অবশ্য দোলাচল। দীর্ঘদিন ব্যাটে ধারাবাহিক রান নেই। সম্প্রতি টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হারিয়েছেন। পেশাদার জীবনের খারাপ সময় ভুলে আপাতত ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলোকে সুন্দর করার অঙ্গীকার রাহুলের। জীবনের ক্রিজেও সঙ্গী পেলেন।
২০১৯ সালে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন এই জুটি। ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের প্রেমের সম্পর্কের সূচনা আথিয়া শেট্টির সঙ্গে। অবশেষে পরিণতি পেল এই প্রেমের কাহিনি। সোমবার সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের পর্ব মিটতে কথা মতো মিডিয়ার সামনে এলেন রাহুল-আথিয়া। নতুন বউয়ের উপর থেকে চোখ সরছে না রাহুলের। আথিয়ার কোমরে হাত দিয়ে জমিয়ে পোজ দিলেন ক্রিকেট তারকা।
বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সাজলেন আথিয়া, সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলল সাদা শেরওয়ানিতে। সঙ্গে ছিল গলায় সবুজ নেকলেস। একদম রাজকীয় সাজে ধরা দিলেন বর-কনে।
মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করেছেন রাহুল-আথিয়া। বলিউড থেকে শেট্টি পরিবারের ঘনিষ্ঠরা আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠান জুড়ে ছিল ‘নো-ফোন পলিসি’। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল শেট্টি জানান, আইপিএল মিটলে আথিয়া-রাহুলের বিয়ের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে।