TRENDING:

KL Rahul, Athiya Shetty Wedding: ঠিক যেন রূপকথা...! প্রকাশ্যে এলেন 'নবদম্পতি' কেএল রাহুল আথিয়া শেট্টি! যুগলের শুভেচ্ছা অনুরাগীদের

Last Updated:

KL Rahul, Athiya Shetty Wedding: জীবনে নতুন ইনিংস শুরু হল জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের। বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে নতুন জীবন শুরু করলেন। ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন ইনিংসের কিছু প্রিয় মুহূর্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: 'তোমার আলোয় আমি শিখেছি, কী ভাবে ভালো বাসতে হয়।' জীবনে নতুন ইনিংস শুরু হল জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের। বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে নতুন জীবন শুরু করলেন। ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন ইনিংসের কিছু প্রিয় মুহূর্ত। লোকেশ রাহুলকে ট্যাগ করে আথিয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে পাপারাত্জিদের ক্যামেরার সামনেও এলেন যুগলে।
কেএল রাহুল আথিয়া শেট্টি
কেএল রাহুল আথিয়া শেট্টি
advertisement

'তোমার আলোয় আমি শিখেছি, কী ভাবে ভালো বাসতে হয়।' ইনস্টাগ্রামে বিশেষ মুহূর্তের বিয়ের ছবি শেয়ার করে এমনটাই লিখলেন আথিয়া শেট্টি। দীর্ঘদিন ধরেই প্রেম পর্ব চলছিল তাঁদের। কবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন, সেই নিয়েও ছিল নানা গুঞ্জন। অবশেষে চার হাত এক হল।

লোকেশ রাহুলের ক্রিকেট কেরিয়ারে এখন অবশ্য দোলাচল। দীর্ঘদিন ব্যাটে ধারাবাহিক রান নেই। সম্প্রতি টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হারিয়েছেন। পেশাদার জীবনের খারাপ সময় ভুলে আপাতত ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলোকে সুন্দর করার অঙ্গীকার রাহুলের। জীবনের ক্রিজেও সঙ্গী পেলেন।

advertisement

আরও পড়ুন: ছাদনাতলায় চার হাত এক...! সাতপাকে বাঁধা পড়লেন কেএল রাহুল-আথিয়া শেট্টি! মিষ্টি বিলি করে বাবা সুনীলের বিরাট ঘোষণা!

২০১৯ সালে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন এই জুটি। ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের প্রেমের সম্পর্কের সূচনা আথিয়া শেট্টির সঙ্গে। অবশেষে পরিণতি পেল এই প্রেমের কাহিনি। সোমবার সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের পর্ব মিটতে কথা মতো মিডিয়ার সামনে এলেন রাহুল-আথিয়া। নতুন বউয়ের উপর থেকে চোখ সরছে না রাহুলের। আথিয়ার কোমরে হাত দিয়ে জমিয়ে পোজ দিলেন ক্রিকেট তারকা।

advertisement

আরও পড়ুন: ৯০% মানুষ ডাঁহা ফেল! আপনিও কি 'Curd' আর 'Yogurt'-এর পার্থক্য বোঝেন না? এইভাবে চিনে নিন! বোঝান অন্যকেও

বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সাজলেন আথিয়া, সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলল সাদা শেরওয়ানিতে। সঙ্গে ছিল গলায় সবুজ নেকলেস। একদম রাজকীয় সাজে ধরা দিলেন বর-কনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করেছেন রাহুল-আথিয়া। বলিউড থেকে শেট্টি পরিবারের ঘনিষ্ঠরা আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠান জুড়ে ছিল ‘নো-ফোন পলিসি’। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল শেট্টি জানান, আইপিএল মিটলে আথিয়া-রাহুলের বিয়ের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে।

বাংলা খবর/ খবর/খেলা/
KL Rahul, Athiya Shetty Wedding: ঠিক যেন রূপকথা...! প্রকাশ্যে এলেন 'নবদম্পতি' কেএল রাহুল আথিয়া শেট্টি! যুগলের শুভেচ্ছা অনুরাগীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল