নীতিশ রানা শেষ ম্যাচে ইডেনে দুর্দান্ত ব্যাটিং করলেও আজ ছয় মারতে গিয়ে ৫ রান করে ফিরলেন। কেকেআর অধিনায়ক আজ সম্পূর্ণ ব্যর্থ। শর্দুল ঠাকুর নেমেই প্রায় আউট হয়ে গিয়েছিলেন। ঈশান স্টাম্প না করতে পারার কারণে বেঁচে যান। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার ২৪ বলে ৫০ পূর্ণ করলেন।
পায়ে আঘাত নিয়েও দুর্দান্ত লড়াই করলেন তিনি। মজার ব্যাপার কেকেআর ইনিংসে ১১ ওভার পর্যন্ত একমাত্র ভেঙ্কটেশ ছাড়া আর কেউ বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারেনি এদিন। উইকেটের চারিদিকে শট মারলেন ভেঙ্কটেশ। নিজের আইপিএল ক্যারিয়ারের এক ইনিংসের সর্বোচ্চ রান করলেন এদিন। শর্দুল ফিরে গেলেন ১১ করে। মুম্বই ইন্ডিয়ান্স অসাধারণ ফিল্ডিং করেছে এদিন।
রিঙ্কু এদিন একটু ধীরে শুরু করলেন। ভেঙ্কটের সময় নিলেন নিজের সেঞ্চুরি পূর্ণ করতে। তবে সেটার জন্য তাকে দোষ দেওয়া যায় না। যথেষ্ট ভাল খেলেই অসাধারণ একটা সেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ। তবে রান বাড়ানোর জন্য শেষ তিন ওভার পড়েছিল নাইট রাইডার্স দলের জন্য। ভেঙ্কটেশ যে সেঞ্চুরি করলেন সেটা কেকেআরের জার্সিতে প্রথম বছর ম্যাকালামের পর আবার এই নিয়ে দ্বিতীয়।