এই কঠিন পরিস্থিতিতে সতীর্থ রাসেলের পাশে দাঁড়ালেন লকি ফার্গুসন। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কেকেআরের পেসার বলেন, সবাই বলছে, রাসেল নাকি ছন্দে নেই। তবে আমি তা বিশ্বাস করি না। প্রথম ম্যাচেই তো ঝোড়ো ইনিংস খেলল ও। আর দু’একটা ম্যাচ যে কারও খারাপ যেতে পারে। একটু থেমে তাঁর সংযোজন, আমরা প্রত্যেকেই জানি, রাসেল কতটা বিধ্বংসী হতে পারে।
advertisement
আরও পড়ুন - KKR vs SRH: ইডেনে আজ আবার স্পিন মন্ত্রেই হায়দরাবাদের সূর্যাস্ত ঘটাতে চায় নাইটরা
২০১৯ সালে ওর ঝোড়ো ব্যাটিং আমায় মুগ্ধ করেছিল। তাই আমি নিশ্চিত, আগামী ম্যাচগুলিতে রাসেল সেরাটা মেলে ধরবে। পাশাপাশি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন লকি। তাঁর মন্তব্য, চন্দু স্যরের সততাকে আমি সম্মান করি। খুব সহজেই প্লেয়ারদের সঙ্গে মিশে যেতে পারেন উনি। অন্যদিকে, ফর্মে থাকা কেকেআরের বিরুদ্ধে বেশ সতর্ক সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন আইডেন মার্করাম।
তিনি বলেন, কেকেআর আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে। ওদের দলে একাধিক পাওয়ার হিটার রয়েছে, যারা ম্যাচের রং পাল্টে দিতে পারে। তবে প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছি না। আমাদের ডেথ ওভার বোলিংও খুব শক্তিশালী। রাসেল নিজেও জানেন তার থেকে কতটা আশা রাখে দল।
তাই অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখলেন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত তার সঙ্গে আলাদা করে কথা বলেন। এমনকি লারার থেকেও টিপস নিতে দেখা যায় তাঁকে। এখন দেখার শুক্রবারের ইডেনে রাসেল নিজের মাসেল দেখাতে পারেন কিনা।
