TRENDING:

KKR vs SRH: ইডেনে আজ রাসেল ঝড় উঠবে! বড় ভবিষ্যৎবাণী কেকেআর তারকা পেসারের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই মুহূর্তে দল জিতলেও তিনি সেরা ছন্দে নেই। বল করছেন না। ব্যাট হাতেও একবার ছাড়া ফ্লপ। কিন্তু আজ ইডেনে আন্দ্রে রাসেল ঝড় তুলতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন। টানা দ্বিতীয় জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। তবে আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। শেষ দু’টি ম্যাচে ক্যারিবিয়ান তারকার ঝড় তো দূর অস্ত, ব্যাট থেকে এসেছে যথাক্রমে ০ ও ১ রান।
রাসেলের ব্যাটে ভরসা নাইটদের
রাসেলের ব্যাটে ভরসা নাইটদের
advertisement

এই কঠিন পরিস্থিতিতে সতীর্থ রাসেলের পাশে দাঁড়ালেন লকি ফার্গুসন। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কেকেআরের পেসার বলেন, সবাই বলছে, রাসেল নাকি ছন্দে নেই। তবে আমি তা বিশ্বাস করি না। প্রথম ম্যাচেই তো ঝোড়ো ইনিংস খেলল ও। আর দু’একটা ম্যাচ যে কারও খারাপ যেতে পারে। একটু থেমে তাঁর সংযোজন, আমরা প্রত্যেকেই জানি, রাসেল কতটা বিধ্বংসী হতে পারে।

advertisement

আরও পড়ুন - KKR vs SRH: ইডেনে আজ আবার স্পিন মন্ত্রেই হায়দরাবাদের সূর্যাস্ত ঘটাতে চায় নাইটরা

২০১৯ সালে ওর ঝোড়ো ব্যাটিং আমায় মুগ্ধ করেছিল। তাই আমি নিশ্চিত, আগামী ম্যাচগুলিতে রাসেল সেরাটা মেলে ধরবে। পাশাপাশি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন লকি। তাঁর মন্তব্য, চন্দু স্যরের সততাকে আমি সম্মান করি। খুব সহজেই প্লেয়ারদের সঙ্গে মিশে যেতে পারেন উনি। অন্যদিকে, ফর্মে থাকা কেকেআরের বিরুদ্ধে বেশ সতর্ক সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন আইডেন মার্করাম।

advertisement

তিনি বলেন, কেকেআর আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে। ওদের দলে একাধিক পাওয়ার হিটার রয়েছে, যারা ম্যাচের রং পাল্টে দিতে পারে। তবে প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছি না। আমাদের ডেথ ওভার বোলিংও খুব শক্তিশালী। রাসেল নিজেও জানেন তার থেকে কতটা আশা রাখে দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

তাই অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখলেন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত তার সঙ্গে আলাদা করে কথা বলেন। এমনকি লারার থেকেও টিপস নিতে দেখা যায় তাঁকে। এখন দেখার শুক্রবারের ইডেনে রাসেল নিজের মাসেল দেখাতে পারেন কিনা।

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH: ইডেনে আজ রাসেল ঝড় উঠবে! বড় ভবিষ্যৎবাণী কেকেআর তারকা পেসারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল