যখন খেলতেন, তখন দুর্দান্ত রিফ্লেক্স ছিল। কোচ হয়েও ব্রেন্ডন ম্যাকালামের সেই দুর্ধর্ষ রিফ্লেক্স ছিঁটেফোটাও ঘাটতি এল না। শনিবার কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে (কেকেআর) ফুটি সেশনের সময় পরপর দুটি দুর্দান্ত শট বাঁচালেন নাইট কোচ। যে ভিডিয়োয় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। শনিবার কেকেআরের অনুশীলনে ফুটবল খেলা হয়। একটি দলের গোলকিপার ছিলেন প্রাক্তন উইকেটকিপার ম্যাকালাম।
advertisement
সেই সময় গোলের দিকে জোরালো শট ধেয়ে আসে। দুর্দান্ত রিফ্লেক্সের পরিচয় দিয়ে সেই বল বাঁচিয়ে দেন। ফিরতি বলে আরও একটি জোরালো শট ধেয়ে আসে গোলের দিকে। সেই শটও ততধিক ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন ম্যাকালাম। ফুটবলের পরিভাষায় সেই বিষয়টিকে দুর্দান্ত ‘ডবল সেভ’ করেন। আগামী ২৬ মার্চ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর।
সেজন্য ইতিমধ্যে জোরকদমে অনুশীলন শুরু করেছে কেকেআর। নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার কেকেআরকে সাফল্য এনে দিতে পারেন কিনা সময় বলবে। তবে ব্রেন্ডন ম্যাকালাম মনে করেন শ্রেয়স ক্ষমতা রাখেন এবারের আইপিএলে নাইট রাইডার্স দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার। সেদিকেই তাকিয়ে থাকবেন সোনালী বেগুনি জার্সির সর্মথকরা। তবে কেকেআর ফুটবল অনুশীলনে দুরন্ত স্কিল দেখিয়ে সকলের নজর কাড়লেন আন্দ্রে রাসেল। ড্রিবল, পাস থেকে গোল করা সব করলেন ক্যারিবিয়ান তারকা।