Hardik Pandya, Gujarat Titans : টস করতে নামার সময় ভাই ক্রুণাল খুব হাসবে আমায় দেখে! কেন বললেন হার্দিক?

Last Updated:

Hardik Pandya says brother Krunal will be laughing during toss in IPL 2022. টস করতে নামার সময় ভাই ক্রুণাল খুব হাসবে আমায় দেখে! কেন বললেন হার্দিক?

#আমেদাবাদ: আইপিএলের পঞ্চদশ সংস্করণ পান্ডিয়া ভাইদের জন্য আলাদা হতে চলেছে। দুইজনই এবার মুম্বই ইন্ডিয়ান্সে খেলছেন না, সবথেকে বড় কথা একই দলে আর দুই ভাই নেই। এবারের আইপিএলে নতুন দুই দল গুজরাত টাইটান্স ও লখনউ সুপারজায়ান্টস অংশ নিচ্ছে। হার্দিক পান্ডিয়াকে গুজরাত টাইটান্স এর অধিনায়ক করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার পর নিলামের আগেই ১৫ কোটি টাকা দিয়ে হার্দিককে নেয় গুজরাত।
অন্যদিকে, কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপারজায়ান্টাসের হয়ে খেলছেন ক্রুনাল পান্ডিয়া। ক্রুনালকেও মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেয়। গত ফেব্রুয়ারিতে নিলামে ৮ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে তাকে কেনে লখনউ। আগামী রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই নতুন দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। ফলে প্রথমবারের জন্য দুই ভাই একে অপরের মুখোমুখি হবে। যা দেখতে উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা।
advertisement
advertisement
আগামী রবিবারের ম্যাচ সম্পর্কে সম্প্রতি আইপিএল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে হার্দিক বলেন, যখন টসের জন্য তিনি গিয়ে দাঁড়াবেন, ক্রুনাল তার দিকে তাকিয়ে হাসবে, কারণ ক্রুনাল কোনোদিনই তাকে অধিনায়ক হিসেবে দেখেনি। হার্দিকের বক্তব্য, মজা হবে খুব। প্রথম টসটাই মজার হবে কারণ কে এল রাহুল ও আমি যখন টসের জন্য গিয়ে দাঁড়াব, ক্রুনাল পাশেই দাঁড়িয়ে থাকবে ও আমার দিকে তাকিয়ে হাসবে, কারণ কোনোদিন সে আমায় এই ভূমিকায় দেখেনি।
advertisement
দুই ভাই একজন অপরের বিরুদ্ধে খেলবে। কিন্তু এটা কোনো ব্যাপার নয়। আমি আমার গুজরাত টাইটান্স পেয়ে গেছি। হার্দিক তার নতুন ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের জন্য ও গুজরাতবাসীর জন্য  বিশেষ বার্তা দিয়েছেন। হার্দিক জানান, আমরা যত বেশি সম্ভব সবার ভালোবাসা ও সমর্থন চাইছি।
যখনই মাঠে নামব আমরা আমাদের সেরাটাই দিতে থাকব, প্রত্যেককে মনোরঞ্জন করব ও গুজরাতবাসীদের গর্বিত করার চেষ্টা করব। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছে গুজরাত টাইটান্স। রশিদ খান, শুভমন গিল, মহম্মদ শামির মত ক্রিকেটার রয়েছে তাদের দলে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya, Gujarat Titans : টস করতে নামার সময় ভাই ক্রুণাল খুব হাসবে আমায় দেখে! কেন বললেন হার্দিক?
Next Article
advertisement
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
  • নেতাজি ইন্ডোরে সভায় মাইক বিভ্রাটে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেন

  • ভোটার তালিকা সংশোধনে অস্পষ্টতা, ৫৮ লক্ষ নাম বাদ পড়া ও আরও দেড় কোটি বাদ দেওয়ার অভিযোগ তোলেন

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা ও সতর্ক বার্তা দেন মমতা

VIEW MORE
advertisement
advertisement