TRENDING:

কাল দল রাখবে না জানিয়েছিল, অবসর নেওয়া Kieron Pollard এবার মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ

Last Updated:

সোমবারই জানা গিয়েছিল এবারে আর কাইরন পোলার্ডকে রিটেন করবে না মুম্বই ইন্ডিয়ান্স আর মঙ্গলবার সকালেই বিবৃতি দিয়ে নিজের মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগের কথা জানিয়ে দেন পোলার্ড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কাইরন পোলার্ড- নামটা বলা মাত্রই আইপিএল প্রেমীদের চোখটা চকচক করে ওঠে৷ কারণ তিনি আইপিএলের ইতিহাসে লেজেন্ড৷ মুম্বই ইন্ডিয়ান্স ২০০৯ সালে একটি গোপন বিডিংয়ে তুলে নিয়েছিল৷ তিনি নিজে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন
Kieron Pollard to become batting coach of Mumbai Indians after announcing retirement
Kieron Pollard to become batting coach of Mumbai Indians after announcing retirement
advertisement

"Once an MI always an MI." অর্থাৎ ‘‘একবার যে মুম্বই ইন্ডিয়ান্স সবসময়েই সে মুম্বই ইন্ডিয়ান্স৷ তিনি আরও বলেছেন, এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল না, আমি আরও কয়েক বছর খেলতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝি এই অভাবনীয় ফ্রাঞ্চাইজি যারা এত কিছু পেয়েছে তাদের ট্রানজিশন প্রয়োজন৷ আমি যদি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য যদি খেলতে না পারি তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষেও খেলতে পারি না৷’’

advertisement

সোমবারই জানা গিয়েছিল এবারে আর কাইরন পোলার্ডকে রিটেন করবে না মুম্বই ইন্ডিয়ান্স আর মঙ্গলবার সকালেই বিবৃতি দিয়ে নিজের মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগের কথা জানিয়ে দেন পোলার্ড৷

আরও পড়ুন -  Big News: ভারতীয় ক্রিকেটের বড় বদল, আইপিএল থেকে অবসর নিয়ে টি টোয়েন্টির ডিরেক্টর

advertisement

ফ্রাঞ্চাইজি এদিকে জানিয়েছে কাইরন পোলার্ড দলের সঙ্গে থাকবেন ব্যাটিং কোচ হিসেবে৷ এমআই এমিরেটসের হয়ে তিনি প্লেয়ার হিসেবেই থাকবেন৷ এমআই এমিরেটস মুম্বইয়েরই ইউএই লিগে একটি শাখা৷

আরও পড়ুন -  প্রেমিকার মাকে ফোন করে খবর পেয়েই নিশ্চিত, তারপরেই বাড়ি পৌঁছে চরম পদক্ষেপ

পোলার্ড বিভিন্ন মরশুম মিলিয়ে ৯ টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন৷ গত বছর মুম্বই ইন্ডিয়ান্স ৬ কোটি টাকা দিয়ে কাইরন পোলার্ডকে রিটেন করেছিল৷ ১১ ম্যাচে অবশ্য ১৪৪ রান করেছেন৷

advertisement

‘‘মরশুম ৩ থেকে আনন্দ ভাগ করে নিয়েছি, ঘাম , কান্নাও ভাগ করে নিয়েছি৷ সেই আবেগপ্রবণ মুহূর্ত গুলি সারা জীবন থাকবে৷ মুম্বই ইন্ডিয়ান্সে তিনি গুরুত্বপূর্ণ রোল পালন করলেন৷ তিনি পাঁচটি আইপিএলে এবং চ্যাম্পিয়ন্স লিদ ট্রফি জয়ী দলের অংশীদার ছিলেন৷

‘‘আমরা মুম্বইয়ের জার্সিতে ওঁর ম্যাজিক দেখেছি৷ আমরা খুশি উনি মুম্বই এমিরেটসের হয়ে খেলবনে৷ তরুণ ক্রিকেটারদের মেন্টর হবেন৷ তাঁর নতুন জার্নি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁকে আরও সাফল্য এনে দিক৷ আমি তাঁকে শুভেচ্ছা জানাই ’’ বলেছেন নীতা আম্বানি৷

advertisement

আকাশ আম্বানি বলেছেন, ‘‘পলি তাঁর পিছনে বিশাল ঐতিহ্য ছেড়ে গিয়েছিল যা মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ারদের নিয়ে যেতে হবে৷ ও যতবার মাঠে নামত ফ্যানরা ওর জন্য গলা ফাটাত৷ মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের তিনি গুরুত্পূর্ণ সদস্য, খুব ভাল বন্ধু৷ তিনি দারুণ পারফরম্যান্স ও প্যাশন দিয়ে

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পারফর্ম করেছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
কাল দল রাখবে না জানিয়েছিল, অবসর নেওয়া Kieron Pollard এবার মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল