শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান, ন্যাশনাল ওয়েলফেয়ার টিমের জাতীয় সভাপতি মিলন কুমার মাজি। তিনি জানান, তাঁদের এই প্রয়াস এই বছর প্রথম। তিনি আরও বলেন, দেশের ২১ টি রাজ্য থেকে ১০০ জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিজয়ীদের জন্য থাকছে নগদ পুরস্কার। মোট চারটি ক্যাটেগরির ক্ষেত্রে প্রতি ক্যাটেগরিতে ১০ জন করে পাবেন নগদ পুরস্কার ।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের জলদস্যুদের যম, অসীম সাহসী এই বাঙালি IPS-এর কীর্তি শুনলে চমকে উঠবেন!
জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে অত্যন্ত আশাবাদী মিলন কুমার মাজি জানান, 'বর্তমানে খেলাধুলার প্রতি অনেকের আগ্রহ কমে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিনামূল্যে ক্যাম্প সংগঠিত করছি এবং সেখান থেকে কীভাবে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে পারে সেই বিষয়টিও দেখছি।' তাঁর দাবি, 'ন্যাশনাল ওয়েলফেয়ার টিম সারা বছর ধরেই ক্রীড়া ক্ষেত্রে যাতে সেরা প্রতিভা তুলে আনা যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চ্যাম্পিয়নশিপ থেকে বিজয়ীরা যাতে বিশ্ব দরবারে ভারতকে আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারেন সেই বিষয়টিও আমরা দেখছি। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় আমরা কিকবক্সিং অ্যাকাডেমি তৈরি করব।'
আরও পড়ুন: চিনে ফের ভয়ঙ্কর করোনা সংক্রমণ-আতঙ্ক! লকডাউন জারি করে 'ঘরবন্দি' ৯০ লক্ষ মানুষ
এদিনের সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন K1 কিক বক্সিং এর সভাপতি রবি জনসন, সাধারণ সম্পাদক রাজেশ বেঞ্জামির মূর্মুর, ভাইস প্রেসিডেন্ট অভিষেক গুপ্তা প্রমুখ। প্রত্যেকেই একবাক্যে বলছেন, ক্রীড়া ক্ষেত্রে যদি কোনো সংস্থা – ক্লাব যদি তাঁদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন বলেও জানান তারা। আগামীদনে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই তাদের অন্যতম লক্ষ্য একথা স্পষ্ট তাঁদের কথায়। তাঁরাও প্রত্যেকে এক বাক্যে বলেন, এই চ্যাম্পিয়নশিপ থেকে বিজয়ীরা যাতে বিশ্ব দরবারে ভারতকে আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারেন সেই বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ।